আইকে ইব্রাহীম: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এর আওতায় ১৫ দিনব্যাপি বেসিক কম্পিউটার কোর্সের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়েছে। আজ ২০ অক্টোবর বুধবার দুপুরে ইউআইটিআরসি ভবনে এ সনদ বিতরণ করা হয়। ইউআইটিআরসি সহকারি প্রোগ্রামার কাজী অনন্যা রহমান এর সভাপতিত্বে ও আইসিটি মাস্টার ট্রেইনার ইমতিয়াজ বেগ ইমন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন। জানা যায়, উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষকদেরকে প্রশিক্ষণ শেষে এ সনদ বিতরণ করা হয়।