1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশকে চলমান সংকট থেকে বাঁচাতে বাম-গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

দেশকে চলমান সংকট থেকে বাঁচাতে বাম-গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে

বাগেরহাটে যুব কমিউনিষ্ট ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে কমরেড সেলিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ২২৯ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশ আজ মহাসংকটে, মুক্তিযুদ্ধো হয়েছিলো এ দেশকে ফুলের মত সুন্দর ভাবে গড়ে তোলার জন্য। কিন্তু আজ সেই দেশ পরিনত হয়েছে ক্যসিনো বাগানে। সর্বগ্রাসী দূর্ণীতি, লুপ-পাটে দেশ এখন নিমজ্জিত হয়ে পরেছে। সামাজিক অবক্ষয় বেড়েছে ব্যাপক হারে। দেশকে এই মহা সংকট থেকে উদ্ধার করতে হলে, চলমান দুঃসাশনের অবসান ঘটিয়ে বাম-গনতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। আর সেই কাজে নেতৃত্ব দিতে হবে তরুণ কমিউনিষ্টদের। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানস্থ এসিলাহা মিলনায়তনে দু’দিন ব্যাপি খুলনা বিভাগীয় যুব কমিউনিষ্ট ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ২০ বছরে পাকিস্তান বাঙালীর সম্পদ বিদেশে যতটা না পাচার করেছে গত ১০ বছরে তার ১০ গুন সম্পদ আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে। সেজন্য আমাদের সমাজের মানুষদের একটা বিশুদ্ধ জায়গায় নিয়ে যেতে হবে। মানুষের উপর মানুষের শোষণকে বন্ধ করে একটা সাম্যের সমাজ, একটা ইনসাফের সমাজ গড়তে নতুন প্রজন্মের যুবকদের এগিয়ে আসতে হবে। এটা করা গেলে আজকের এই যুব ক্যাম্প সফল হবে বলে আমি মনে করি।
পরে কসিউনিষ্ট পার্টির বাগেরহাট জেলা কমিটির সভাপতি কমরেড এ্যাড. তুষার কান্তি বসুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কমরেড রতন সেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুজিবুর রহমান। সিপিবি, বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েয়লের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি ডাঃ মনোজ দাস, কেন্দ্রীয় কমিটির নেতা অরুনা চৌধুরী, এস এ রশীদ, মো; কিবরিয়াসহ খুলনা বিভাগীয় বিভিন্ন জেলার সিপিবির নেতৃবৃন্দ। দুই দিন ব্যাপী এই যুব ক্যাম্পে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ৬০ জন তরুণ কমিউনিষ্ট কর্মী অংশ গ্রহন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net