1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাঁদা ছোড়াছুঁড়ি বন্ধ করে মন্দকে না বলি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
Memperkenalkan Slot Sweet Bonanza: Sensasi Manis dari Dunia Perjudian Online Mengenal Lebih Dalam Permainan Slot 888 Bonanza dan Slot Lainnya ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্র হাবিব অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ আ. লীগ নেতা বললেন, ‘ভোটের ওপর মানুষের বিশ্বাস উঠে গেছে,, সারা দিনে ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার নির্বাচনী সভায় বক্তব্যে – কামরুল হাসান । ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস তিতাসে মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে ইটভাটায় নারী শ্রমিকের আত্মহত্যা প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাঁওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা

কাঁদা ছোড়াছুঁড়ি বন্ধ করে মন্দকে না বলি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ১৭৭ বার

সরদার আবদুল কাদের :
বলছিলাম সম্রাটদের কথা-কি? চমকে গেলেন নাকি? না কি মনে করছেন ভারত বর্ষের সেই অধিপতি সম্রাট আকবরদের কথা বলব ?যে ভারতবর্ষ ৮৫০ বৎসর শাসন করেছিলেন মুসলমানরা আজ যে ভারতে মুসলিম নির্যাতন ধিরে ধিরে বেড়েই চলেছে। কি সুন্দর ছিল মুসলিম শাসনের সেই সোনালী অতীত !! যেখানে ছিলনা জাতি ধর্মে কোন ভেদাভেদ ।আজকের দিনের উগ্র হিন্দুদের মত যদি মুসলমানরা ক্ষমতায় থাকাবস্হায় হিন্দুদের নিধন করার ফর্মূলা গ্রহণ করতো তাহলে ঔষধের অনুমান হিসাবে ভক্ষণ করার জন্য একজন হিন্দুও খুঁজে পাওয়া যেতনা ভারতে ।যাই হোক সে অনেক কথা – বলছিলাম যুবলীগের চতুর্থ সারির সেই আলোচিত সমালোচিত সম্রাট,খালিদ,জি কে শামীম , এনুদের কথা । তাদের অপকর্মের রেশ কাটতে না কাটতেই বেরিয়ে আসল চতুর্থ সারির যুবমহিলা লীগ নেত্রী পাপিয়াদের কুকির্তীর ইতিহাস। আচ্ছা বলুন তো এই পাপিয়ারা কি একা একাই এ পর্যন্ত এসেছে ? দেখেতো তা মনে হয় না। যুবমহিলা লীগের সম্পাদিকা টকশোতে বললেন নরসিংদীর তৎকালিন মন্ত্রী এম পি রা তাকে নেএী বানাতে বাঁধা দিয়েছিলেন তাই সেখানে কমিটি করতে পারেনাই যা পরে ঢাকাতে বসে করা হল কার ইশারায় বা কার নির্দেশে তা খতিয়ে দেখা সময়ের দাবী।চলুন যাই অভিযাত পাড়া গুলশানের হোটেল ওয়েস্টিনের দিকে যেখানে লবিতে বসে আপনি এক কাপ চায়ের স্বাদ নিতে গুনতে হবে ৪৫০ টাকা । নিরাপওার বিবেচনায় বিশ্বমানের। তাছাড়া রাস্ট্রীয় আইনশৃংখলা বাহিনীর নজরদারীর কথা বলাই বাহুল্য ।এখানে কে আসল কে গেল পর্যবেক্ষণতো আছেই। তাহলে হোটেল কতৃপক্ষ কাদেরকে মাসের পর মাস থাকতে দিলেন ? তাদের কাজ কি? কেন বাংলাদেশী এই মেয়েগুলো দিনের পর দিন মাসের পর মাস হোটেলে দিন- রাত কাটাবে? কারা আসতেন এই প্রেসিডন্ট স্যুটে সময় কাটাতে ?এর জবাবদিহিতা কেন চাইলনা ? এই দায় কি ওয়েস্টীন কতৃপক্ষ এড়াতে পারেন? তারা সত্যিই টাকার নেশায় অন্ধ বনেছে!আমার জানতে খুব ইচ্ছেকরে আর কত টাকা হলে পরে আমাদের অন্ধত্ব দূর হবে ? এই পাপিয়ারা উড়ন্ত মশার ন্যায় । মশার লার্বার স্হান যদি ধ্বংস করা যায় তাহলে যেমনি মশা জন্মায়না ঠিকক তেমনি ভাবে এই অসভ্যদের প্রজনন কেন্দ্র যদি ধ্বংস করা যায় তাহলে এই সমাজে অসভ্য বর্বর জন্মাবেনা । শুনাযায় ব্যাংকে নগদ টাকার সংকট বড় টাকার চেক সকালে দিলে নাকি বিকেলে টাকা পাওয়া যায় অথচ আপনার নিজের জমানো টাকা পেতে কেন এতো দেরি হচ্ছে? কারন টাকা এখন বাসায় -বাসায় সিন্ধুকে- সিন্ধুকে এই নগদ টাকার প্রবাহ বাড়াতে হলে ৩ দিনের সময় দিয়ে পুরনো ৫০০/১০০০ টাকার নোট জমা নিয়ে তা ব্যান্ড করে নতুন নোট বাজারে ছাড়লে নগদ টাকার প্রবাহ বাড়বে এ জন্য সরকারের সদিচ্ছাই যথেষ্ট বলে মনে করেন অনেকেই।আসুন এই দেশটা আমার ,আপনার, এদেশটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ১৮ কোটি মানুষের । আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্হান থেকে সামাজিক বৈষম্য দূর করে হাতে হাত রেখে কাঁদে কাঁদ রেখে দল মতের উর্ধে উঠে কে আওয়ামী কে বিএনপি কে জামাত এই কাদাঁ ছোড়া ছুঁড়ি বন্ধ করে মন্দকে না বলি ।প্রত্যেকের ভাল গুণ গুলোকে কাজে লাগিয়ে এ দেশটাকে সত্যিকারের সোনার বাংলা হিসাবে গড়ে তুলি এটাই হোক আমাদের প্রত্যয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম