1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. nrghor@gmail.com : Nr Gh : Nr Gh
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় ১৫০ টাকায় মিলছে ১ মন মরিচ॥ করোনা আতংকে ক্রেতা মিলছে না - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি : বোরো ক্ষেতে পানি জমেছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন-জাহাঙ্গীর কবির তাজুল ইসলাম মোল্লার মৃত্যুতে আ’লীগ নেতা ইঞ্জি. শফিকুলের শোক প্রকাশ নকলায় শরবত বিক্রেতাকে ভ্যানগাড়ী উপহার দিলেন ছাত্রলীগ নেতা কনক চৌদ্দগ্রামের শ্রীপুরে যশপুর প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ নকলায় পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে র‌্যালি ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ন্যাচারাল ডাইং প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ। মীরসরাইয়ে চালক ও সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গুইমারা উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ৭৫ পরিবার পাচ্ছে স্বপ্নের আবাসন ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, রাষ্ট্রীয় দাফন চান না, জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেছেন।

গাইবান্ধায় ১৫০ টাকায় মিলছে ১ মন মরিচ॥ করোনা আতংকে ক্রেতা মিলছে না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ১০৭ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর অঞ্চলের ঐতিহ্যবাহী পুরাতন ফুলছড়িতে প্রতি শনিবার ও মঙ্গলবার হাট বসে । বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ছোট বড় ব্যবসায়ীরা আসেন হাটে কেউ চরাঞ্চলের সোনা খ্যাত মরিচ ও ভুট্রা সহ বিভিন্ন সবজি পাইকারি কিনতে । এ হাটে ক্রেতা ও বিক্রেতা মিলে লাখো মানুষ জমে । কিন্তু করোনা সংক্রমন ঠেকাতে ফুলছড়ি হাটে প্রশাসন নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে আর সামাজিক দূরত্ব না মানায় সংক্রমণ আইনে জরিমানার বিধান চালু করছেন। ফলে পচে নষ্ট হয়ে লোসকানের মুখে পরেছে যমুনা নদী বেষ্টিত সাঘাটা ও ফুলছড়ির উপজেলার অর্ধশত চরে উৎপাদিত কৃষি পন্য। কাচা মরিচ ১২০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকা প্রতি মণ । টমেটো ৮০ টাকা প্রতি মণ (৪০ কেজি) বেগুন ৭০ টাকা থেকে ৮০ টাকায় মিলছে । ক্রাতা না থাকায় অনেক সময় এর চেয়ের কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে এই সব পন্য। তাই লাখ লাখ টাকা লোসকান গুনতে হচ্ছে এই অর্ধশত চার অঞ্চলের মানুষদের প্রশাসনের পক্ষ থেকে চরাঞ্চলের মচির চাষীদের মরিচ শুকানোর পরামর্শ দেয়া হয়েছে ।
হাটে আসা মরিচ চাষীরা জানান, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে ফুলছড়ি বাজারে এসে বিপদে পড়েছি। এই হাটে কাঁচামালের দোকান বন্ধ করে দিয়েছেন প্রশাসন এতে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস গুলো কিনতে পারছিনা। বাজারে নিয়ে আসা কাঁচামাল গুলো বিক্রি করতেও পারছিনা । দু’সপ্তাহ আগে মরিচ বিক্রি করা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি। করোনা ভাইরাসের কারনে এখন ৩ টাকা থেকে ৫ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে ।
চরাঞ্চালের চাষীরা জানান, সরকারি ভাবে যদি ট্রাক লোড করে দেশের বিভিন্ন জেলার চাহিদা অনুযায়ী মরিচ বেগুন পটল টমেটোসহ চরে উৎপাদিত কৃষি পন্য সিমিত আকারে ক্রয় বিক্রয় করার সুজোগ দেয়া যেত তাহলে কৃষকরা ন্যায্য দাম পেত অপর দিকে দেশের অন্য সব জেলার সবজির চাহিদা মিটতো ।
মরিচ ও সবজি চাষীদের ক্ষতির বিষয়ে জানতে চাইলে ইউএনও মোঃ আবু রায়হান দোলন জানান, মচির চাষীদের মরিচ শুকানোর পরামর্শ দেয়া হয়েছে । সামাজিক দূরত্ব শুধু হাটের দিন তথা প্রতি শনিবার ও মঙ্গলবার ফুলছড়ি হাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে । নিম্ন আয়ের মানুষদের জন্য ফুলছড়িতে ফুড ব্যাংক খোলা আছে আমরা নিওম অনুযায়ী কাজ করছি ।
উল্লেখ্য ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান দোলন গত মঙ্গলবার বিকালে ফুলছড়ি হাটে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা ফুলছড়িতে সামাজিক দূরত্ব না মানায় সংক্রমণ আইনে দুই ব্যক্তির ২০ হাজার টাকা জরিমানা করেছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2022 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম