1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা মহম্মদপুরের বাসিন্দা ঢাকায় ষ্ট্রকে মৃত্যু, এলাকায় করোনা আতঙ্ক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৭৫ হাজার প্রবাসীর নিবন্ধন নারায়ণগঞ্জ–৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বদল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা টেকনাফে মানব পাচারবিরোধী অভিযান: পাহাড়ি আস্তানা থেকে ৭ ভুক্তভোগী উদ্ধার ঈদগাঁওয়ে মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও মাইক্রোফোন চুরি থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, থাই বিমানবাহিনীর হামলা নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি

মাগুরা মহম্মদপুরের বাসিন্দা ঢাকায় ষ্ট্রকে মৃত্যু, এলাকায় করোনা আতঙ্ক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ২৪৩ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর সংলগ্ন কবরস্থানে গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে মোক্তার শেখ (৪০) নামে এক ব্যাক্তির মরদেহ দাফন করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে প্রশাসন বলছে, দীর্ঘদিন যক্ষায় আক্রান্ত মুক্তার বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান। কিন্তু বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ ও আতঙ্ক সৃষ্টি হওয়ায় সাবধানতা অবলম্বন করে সীমিত আকারে জানাযা দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
বিভিন্ন সূত্র মতে জানা যায়, মৃত মোক্তার শেখ উপজেলার বিনোদপুর গ্রামের আহম্মদ শেখের ছেলে। সে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিপণন প্রতিনিধি হিসেবে চাকরি করতো। সে তিন বছরের বেশি সময় ধরে যক্ষা ও ডায়েবেটিকসে আক্রান্ত ছিল। বুধবার সন্ধায় আকস্মিকভাবে অসুস্থ্য হয়ে বাসার সিঁড়িতে পড়ে যান। এমন পরিস্থিতিতে, ঢাকার মহম্মদপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান জানান, মোক্তারের মৃত্যুর খবরে এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে, বিষয়টি ইউএনও ও পুলিশকে জানানো হয়। পরে পুলিশের উপস্থিতিতে, পরিবারের সীমিত সদস্যের উপস্থিতিতে দ্রুত দাফন কাপন সম্পন্ন হয়। এলাকার মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে লাশটি মৃতের বাড়িতে না নিয়ে সরাসরি গোরস্থানে নিয়ে আসা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোকসেদুল মোমিন জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের সাথে তাদের কথা হয়েছে। তাদের নির্দেশানুযায়ি বেশি মানুষের ভীড় এড়াতে জানাজা ও দাফনের সময় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিলো।
সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, তিনি বিষয়টি শুনেছেন। জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে। নিহতদের পরিবার, প্রতিবেশি, জানাজায় অংশ্রগ্রহনীকারী, মরদেহ দাফনের সাথে সংশ্লিষ্টদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, টিবি রোগি, শ্বাকষ্ট ও পরে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে, তিনি ইউএনও কাছ থেকে খোজ খবর নিয়ে জানতে পেরেছেন। নিহত ব্যক্তিকে ঢাকা থেকে গোসল করিয়ে আনা হয়েছে। এখানে এনেই তাৎক্ষনিকভাবে কবর দেওয়া হয়েছে। যে কারনে ভয়ের কিছু নেই। তবে যারা লাশটি আনা নেওয়া ও কবরস্থ করেছেন, তাদেরকে হোম কোয়ারেইনটাইনের রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net