1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা ভাইরাস প্রতিরোধে মহালছড়ি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী হঠাৎ করেই শীতের বার্তা নিয়ে কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড় যাত্রাবাড়ীর এক বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ অর্থিক সুবিধা না পেয়ে বৃদ্ধাকে পিটিয়ে আহত করলো মজিবুল মেম্বার নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র ৫ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জামায়াতের বনানীতে শিসা বারে ডিএনসির অভিযান ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সহকারী রাজস্ব কর্মকর্তা বিভিন্ন অপরাধ প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালন করবে কক্সবাজার ঈদগাঁও থানার ওসি মছিউর আনোয়ারা ও কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে মহালছড়ি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ২২২ বার

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি:
সম্প্রতি চীনের উহান শহরে নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব শুরু হয়ে বৈশ্বিক মহামারীর রুপ নিয়েছে। এই পরিস্থিতি হতে বাংলাদেশ ও রেহায় পাইনি। ইতোমধ্যে সরকার সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে। এহেন পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এরই অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ জাতীয় নির্দেশনা এবং WHO গাইড লাইন অনুযায়ী COVID-19 সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মকভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে তা অব্যহত রয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগ/দপ্তরের সাথে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে অত্র উপজেলায় সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ ছাড়াও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সংবাদকর্মী, জরুরী সেবা প্রদানকারী, সেচ্ছাসেবী সংগঠন সহ সকল কর্মকর্তা/কর্মচারী বৃন্দ দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই জন্য সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ধর্নিষ্টা চাকমা।
উক্ত কার্যক্রমের অংশ হিসেবে মহালছড়িতে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে ১০ সদস্য বিশিষ্ট করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। মহালছড়ি সরকারি হসপিটালে ইতিমধ্যে সন্দেহজনক করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার ৬ টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে।প্রবাসী ও ঢাকা-চট্টগ্রাম থেকে আগতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য হোম কোয়ারেন্টাইন ছাড়াও দুটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেল প্রস্তুত রাখা হয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি বেসরকারি বিদ্যালয় সমুহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেল হিসেবে চালু রয়েছে।
মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহজনক কোভিড-১৯ আক্রান্ত ব্যাক্তিদের নমুনা সংগ্রহের জন্য মেডিকেল টেকনোলজিস্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ল্যাব স্থাপন করে নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে এবং টা চট্টগ্রামে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।
কোভিড আক্রান্ত মৃত ব্যাক্তিকে দাফন/সৎকার ব্যবস্থাপনার জন্য উপজেলা স্যানিটারি পরিদর্শক সুরেশ চাকমাকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সরকার ঘোষিত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী করোনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net