1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর জজকোর্টের আইনজীবীর সহকারী ও দোকানদারদের ত্রাণ সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী হঠাৎ করেই শীতের বার্তা নিয়ে কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড় যাত্রাবাড়ীর এক বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ অর্থিক সুবিধা না পেয়ে বৃদ্ধাকে পিটিয়ে আহত করলো মজিবুল মেম্বার নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র ৫ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জামায়াতের বনানীতে শিসা বারে ডিএনসির অভিযান ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সহকারী রাজস্ব কর্মকর্তা বিভিন্ন অপরাধ প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালন করবে কক্সবাজার ঈদগাঁও থানার ওসি মছিউর আনোয়ারা ও কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

দিনাজপুর জজকোর্টের আইনজীবীর সহকারী ও দোকানদারদের ত্রাণ সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২১৮ বার

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জজকোর্টের আইনজীবীদের সহকারি (মহুরী) ও আদালত চত্তরের ক্ষুদ ব্যবসায়ী্র দোকান মালিকদের মাঝে খাদ্য সহায়তা ত্রাণ বিতরণ সম্পন্ন।

আজ বুধবার বেলা ১২ টায় দিনাজপুর জেলা জজকোটের্র সরকারি কৌঁসুলি পিঁপিঁ ও দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. রবিউল ইসলাম রবি’র আর্থিক সহযোগিতায় দিনাজপুর জেলা পরিষদ চত্বরে আয়োজিত আইনজীবীদের সহকারি ও আদালত পাড়ার ক্ষুদ্র দোকান মালিকসহ প্রায় দুই শতাধিক পরিবারকে ১০ দিনের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

জজ কোর্টের পিপি এ্যাড. রবিউল ইসলাম রবি জানান, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের জন্য অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে। আজকে জেলা জজকোটের্র শতাধিক আইনজীবীদের সহকারি ও আদালত চত্বরে যারা দোকান করেন তাদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি, করোনা ভাইরাসের দুর্যোগের সময় সরকারি বেসরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও মানুষকে এগিয়ে আসতে আহবান জানান। এ সময়ে তিনি সবাইকে ঘরে থাকারও আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, আমরা সরকারিভাবে যে ত্রাণ দিচ্ছি তার বাইরেও বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে অনেকেই ত্রাণ সহায়তা দিচ্ছেন। সবার প্রতি আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, আমরা দেশের বিদ্যমান পরিস্থিতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হব। আপনারা যারা অযথা বাইরে ঘোরাফেরা করেন তাদেরকে কিন্তু আইন দিয়ে কোনভাবেই আটকানো যাবে না। করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে সেই সাথে সবাইকে ঘরে থাকতে হবে।

খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রশিদুল মান্নাফ কবির, সরকারি অতিরিক্ত পিঁপিঁ অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সরকারি স্পেশাল পিঁপিঁ অ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে ত্রাণ সহায়তা হিসেবে সবাইকে চাল, ডাল, তেল, লবণ সম্বলিত একটি প্যাকেট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net