শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে বক্তব্য রাখায় আবারও উত্তাল সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গন। তীব্র নিন্দা ও আলী হায়দারকে দল থেকে বহিষ্কারসহ আজীবনের জন্য নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নারায়ণগঞ্জ-সোনারগাঁ উপজেলা সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ।
শেখ এনামূল হক বিদ্যুৎ বলেন, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার তার বক্তব্যে একদিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুর মাজেদের লাশ সোনারগাঁ থেকে অপসারণের দাবি করছেন, অন্যদিকে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী আমার মাতৃতুল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে বক্তব্য রাখেন আলী হায়দার । তিনি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনার কোনো কর্মী তা মেনে নিতে পারে না। জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবেন অবশ্যই দেশ ও জাতির মঙ্গলের জন্য নিবেন।
শেখ হাসিনার সিদ্ধান্তকে ধিক্কার জানানোর সাহস সে কোত্থেকে পায় ? আমার মনে হচ্ছে এর পিছনে স্বাধীনতা বিরোধী কোনো অপশক্তি কাজ করছে। আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ সহ যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংগঠনের নীতিনির্ধারকদের কাছে অনুরোধ করবো অনতিবিলম্বে সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার কে দল থেকে বহিষ্কার করার জন্য।
এসময় শেখ এনামূল হক বিদ্যুৎ আরো বলেন, আমি বাংলাদেশের নাগরিক ও সোনারগাঁওয়ের সন্তান হিসেবে
আমিও চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারী ক্যাপ্টেন আব্দুর মাজেদের লাশ অপসারণ করে সোনারগাঁ কে কলঙ্কমুক্ত করা হোক । শুধু আমি একা নই, এ দাবি নারায়ণগঞ্জ জেলার প্রতিটি স্বাধীনতার স্বপক্ষের মুক্তিকামী মানুষের দাবী। তবে এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো সিদ্ধান্ত দেয় তাও আমাদের মেনে নিতে হবে।
সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যে বক্তব্য দিয়েছে তা সত্যিই অশোভনীয়। জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে এমন বক্তব্য দিয়ে সে সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছে। শীঘ্রই বিষয়টি কেন্দ্রে জানানো হবে।
উল্লেখ্য, গত রোববার (১২ এপ্রিল) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন মাজেদ(অবঃ)কে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে হোসেনপুর তার শ্বশুরের পারিবারিক কবরস্থানে দাফনের প্রতিবাদে বক্তব্যে আলী হায়দার বলেন, যদি কোনো সরকারি সিদ্ধান্ত দিয়ে থাকে আমরা সরকারি সিদ্ধান্তকে বয়কট করি।
এই লাশ উঠিয়ে নিয়ে প্রয়োজনে পানিতে ভাসিয়ে দিবো কিন্তু বঙ্গবন্ধুর খুনিকে সোনারগাঁয়ে আমরা জায়গা দিতে রাজি না।
প্রধানমন্ত্রীও যদি এখানে দাফনের সিদ্ধান্ত দিয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে আমি ধিক্কার জানাই।
এই বক্তব্যের টিভি চ্যানেলসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর থেকে সোনারগাঁসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র নিন্দার ঝড় বইছে।