1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ্যারচরে ডিলারের বিরুদ্ধে ১০টাকা মূল্যের চাল আত্মসাতের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম

লক্ষ্যারচরে ডিলারের বিরুদ্ধে ১০টাকা মূল্যের চাল আত্মসাতের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ২৫৩ বার

চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সরকারিভাবে বরাদ্দকৃত ১০টাকা মূল্যের চাল আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার রেজাউল করিম সেলিমের বিরুদ্ধে। এ ঘটনায় বরাদ্দকৃত চাল না পাওয়া ব্যক্তিদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অর্ধশতাধিক নারী-পুরুষ বিক্ষোভ প্রদর্শন করেন।
জানা গেছে, “শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ স্লোগানকে সামনে রেখে গ্রামের হতদরিদ্র লোকজনের মাঝে ১০টাকা মূল্যের ৩০ কেজি চাল বিতরণের ব্যবস্থা করেছে সরকার।
এ চাল বিতরণের জন্য স্থানীয় পর্যায়ে ডিলার নিয়োগ দেয়া হয়। লক্ষ্যারচর ইউনিয়নের ডিলার হিসেবে নিয়োগ পান রেজাউল করিম সেলিম। এ ইউনিয়নে ২৬৫ জন হতদরিদ্র পরিবার এ কর্মসূচির আওতায় রয়েছে।
গত সোমবার করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া এসব লোকজনের মাঝে চাউল বিতরণের সময় ১০ টাকা মুল্যের সুবিধাভোগী ৫৩ জনের কাছ থেকে কার্ড কেড়ে নেন। এসময় তার প্রতিবাদ করলে বলেন পরে দেওয়া হবে।
এ নিয়ে ভুক্তভোগী প্রতিবন্ধী হারুনর রশীদ অভিযোগ করেন, ২০১৭ সালে আমাকে এ সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করা হয়। ওই সালে ২ বার এবং ২০১৮ সালে ১বার চাউল বরাদ্দ পাই। এরপর থেকে আমি আর কোন চাউল বরাদ্দ পাইনি। ডিলার রেজাউল করিম সেলিমের কাছে জানতে চাইলে তিনি কাল-পরশু দিব বলে কালক্ষেপন করেন।
নুরনাহার নামের এক নারী বলেন, আমি ৪ বছরে ২০বার ৩০ কেজি চাউল পাওয়ার কথা থাকলেও শুধু ৪ বার ১০টাকা দামের চাউল পেয়েছি। বাকি চাউল ডিলার আমাকে দেয়নি। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।
আবুল কালাম নামের এক ব্যক্তি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে তারা গরিব লোকজনের আহার কেড়ে নিচ্ছে। এসব চালচোরদের বিচার হওয়া দরকার। লক্ষ্যারচরের ছিকলঘাট স্টেশনে ডিলার হওয়ার কথা থাকলেও তার ঘরে ডিলার বসিয়ে চাল বিতরণ করছে বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে লক্ষারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, আমার ইউনিয়নের ২৬৫ পরিবার ১০টাকা দামের চাল ক্রয়ের সুবিধা পেয়ে থাকেন। মঙ্গলবার দুপুরে এলাকার অন্তত ৫৩জন সুবিধাভোগী নারী-পুরুষ পরিষদ কার্যালয়ে এসে আমার কাছে অভিযোগ করে ডিলার বাতিলপূর্বক চাল চোরের শাস্তি দাবী করেন। ইতিপূর্বে এলাকার কয়েকজন ভুক্তভোগী এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেন বলেও জানান তিনি।
তবে, অভিযোগ অস্বীকার করেছেন ডিলার রেজাউল করিম সেলিম। তিনি বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে না পেরে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছেন চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার। তিনি বলেন, আগামী ইউপি নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আশংকায় পূর্ব পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। চাল আত্মসাতে কোন ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net