মুজিব উল্ল্যাহ্ তুষার :
চসিক মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী বলেছেন,
পৃথিবীর প্রতিটি দেশ তার নিজ দেশের জনগণের কষ্ট লাঘবের জন্য সামর্থ্য
অনুযায়ী নানা রকম প্রণোদনা প্রকল্প ঘোষণা করেছে। আমেরিকা, ইউরোপের দেশগুলো তাদের নাগরিকদের জন্য নগদ সহায়তার কথা ঘোষণা করেছে। তার পাশাপাশি বিনা সুদে ব্যবসায়ীদের জন্য অর্থঋণের সুবিধার কথা প্রকাশ করেছে। আমাদের দেশেও সরকার বিশেষ অর্থসহায়তা ঘোষণা করেছেন তৈরী পোশাক শিল্প খাতের সাথে জড়িত মালিক-শ্রমিকদের জন্য। কিন্তু দিনমজুর, বস্তিবাসী, ভ্যানচালক,রিকশাচালক ছোট-বড় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, চলচ্চিত্র ও সংবাদপত্র এবং মিডিয়াতে কর্মরত নির্দিষ্ট বেতনভোগী স্বল্প আয়ের মানুষ এবং পরিবহন শ্রমিকদের দুর্দশা লাঘবের জন্য সরকারের যেমন জরুরি ভিত্তিতে বিশেষ প্রণোদনা প্রকল্প নেয়া অতি প্রয়োজন। আর শুধু সরকারের ওপর দায়িত্ব দিয়ে আমরা যদি বসে থাকি তাহলে এ রকম সমস্যা মোকবেলা করা কঠিন হবে।
সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ও সংস্থার সাথে সব সচ্ছল নাগরিককে উদার হস্তে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টাই যেকোনো জাতির দুর্যোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়।
তিনি ২৭ এপ্রিল সোমবার সকালে তৃণমূল
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম) এর উদ্যোগে বায়েজিদ
টেক্সটাইল লাল মসজিদের সামনে ইফতার সামগ্রী বিতরণকালে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নজরুল
ইসলাম, আবদুস সোবহান নেতৃবৃন্দ।