1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে স্থানীয় সাংসদের উদ্যোগে ৭ হাজার পরিবার পাচ্ছেন ইফতার সামগ্রী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পেশীশক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিতে হবে- ড. এইচ এম হামিদুর রহমান আযাদ  পুলিশ ও জনগণকে একে অন্যের সহায়ক হিসেবে কাজ করতে হবে: কর্ণফুলীতে সহকারী পুলিশ কমিশনার জামাল উদ্দিন চট্টগ্রামে শ্রমিক লীগ নেতা আটক জুলাইবিপ্লবী শহিদ হাসানকে দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা উন্নয়ন শুধু জেলা সদরেই নয়, সকল উপজেলায় দৃশ্যমান হতে হবে– পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন : রিজওয়ানা প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান সবজির বাজারে স্বস্তি, নাগালের বাইরে মাছ-মাংসের দাম সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

সীতাকুণ্ডে স্থানীয় সাংসদের উদ্যোগে ৭ হাজার পরিবার পাচ্ছেন ইফতার সামগ্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২১১ বার

অশোক দাশ(সীতাকুণ্ড)চট্টগ্রাম প্রতিনিধি:
আলহাজ্ব মোস্তফা হকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ‌ও সীতাকুণ্ড সাংসদ দিদারুল আলম এর উদ্যোগে সীতাকুণ্ড পৌরসভা ও নয়টি ইউনিয়নের ৭ হাজার পরিবার পাবেন, ইফতার ও সেহরি সামগ্রী।
মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলা সংসদ সদস্য স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে তুলে দেন এ সব সামগ্রী।
এর মধ্যে রয়েছে চাল,ডাল, আলু ,পেঁয়াজ,ছোলা, চিনি,তেল, দুধ‌ ও চা পাতা।
সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নের অসহায় ও কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়,পৌর মেয়র বদিউল আলম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, পৌর কাউন্সিলরদের মধ্যে ছিলেন মফিজুর রহমান, জুলফিকার আলী শামীম, আনোয়ারুল ভুইয়া, মায়মুন উদ্দিন মামুন, মাকসুদুল আলম সহ প্রমুখ।
সাংসদ বলেন করোনা প্রভাবের কারণে উপজেলার অনেক মানুষ দুঃখ কষ্টে দিনাতিপাত করছে। এ সংকট কালে সাধারণ মানুষদের দুঃখ লাঘবের জন্য জনপ্রতিনিধিদের মাধ্যমে সাত হাজার পরিবারকে ইফতার ও সেহরি সামগ্রী প্রদান করা হলো।
তিনি আরো বলেন, সকলে এগিয়ে আসলে এই দুঃসময়ে কেউ না খেয়ে থাকবেনা।
গত দুই সপ্তাহ যাবৎ সীতাকুণ্ডের স্থানীয় সাংসদ ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় খেটে খাওয়া ও দুঃস্থ পরিবারের মাঝে অকাতরে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী, ও ইফতার সামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছেন এবং তা অব্যাহত রয়েছে।
অন্যদিকে দিদারুল আলম ইতিমধ্যেই ঘোষণা দেন যখনই কেউ বিপদে পড়বে বা কষ্টে থাকবেন উনার নীকট ফোনে যোগাযোগ করলে খুব দ্রুত তাদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে আসবেন।

২১/০৪/২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net