1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ভূমি বিরোধের জেরে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৫ মে ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

আনোয়ারায় ভূমি বিরোধের জেরে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ১৮৯ বার

বদরুল হক :: আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ভূমি বিরোধের জের ধরে মাসুদুল আলম সিকদার (১৫) নামে এক এসএসসি ফলপ্রার্থীকে পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষরা। তার চাচাতো ভাই ওসমান, ইমরান ও হারুন এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাসুদুল আলম দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফলপ্রার্থী ও হুন্দীপপাড়া এলাকার নুরুল আনোয়ারের ২য় পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, ৯নং ওয়ার্ড হুন্দীপপাড়া গ্রামের আনোয়ার ও তার ভাই নুরুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বুধবার সকাল ৮ টার দিকে মাসুদুল আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার চাচাতো ভাই ওসমান, হারুন ও ইমরান মিলে পিটিয়ে হত্যা করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত ওসমান, ইমরান ও হারুন একাধিক মামলার আসামী বলে জানা গেছে। এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, খুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা নুরুল হককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net