1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে পূর্বশত্রুতার জেরে নিজ ঘরে প্রবাসীকে কুপিয়ে জখম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪ সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু ৫ আগস্ট সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক তারেক – ইউনুস আলোচনার পর মানুষের মাঝে স্বস্তি ফিরিলেও কয়েকটি দল এটিকে ভালো ভাবে মেনে নিতে পারছেনা— আমিনুল হক  গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত : বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম

নাঙ্গলকোটে পূর্বশত্রুতার জেরে নিজ ঘরে প্রবাসীকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ১৭৫ বার

নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের কনকৈইজ এলানিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ রাসেল (২৮) নামে এক প্রবাসীর বাড়ীতে হামলা করে নিজ শয়ন কক্ষে গিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে তার সাবেক শ্বশুর একই গ্রামের মো: ওবায়েদ ও তার সন্ত্রাসী বাহিনী। বৃহস্পতিবার বিকেলে রাসেলের ঘরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রাসেলকে প্রথমে নাঙ্গলকোটের একটি বেসরকারী হাসপাতালে ও পরে অবস্থা আশংকাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাঙ্গলকোট থানা পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কনকৈইজ এলানিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে রাসেল প্রেম করে বিবাহ করে একই গ্রামের ওবায়েদের মেয়েকে। পরে পারিবারিক বনাবনি না হওয়ায় স্থানীয় সমাজ পতিদের মাধ্যমে গত এক বছর পূর্বে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। প্রবাস থেকে দেশে আসার পর ওবায়েদ সেই প্রতিশোধ নিতে গত কয়েক মাস যাবৎ দফায় দফায় রাসেলের উপর হামলার চেষ্টা করে। গত কয়েকদিন যাবৎ রাসেল তার তালাক প্রাপ্ত স্ত্রী সাথে বাড়ীতে গিয়ে দেখা করে বলে ওবায়েদ অভিযোগ করে আসছে। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি সহ গ্রামবাসী শালিস বৈঠকে বসে। পরে ওবায়েদ শালিস বৈঠকে রাসেলের উপর হামলা করলে রাসেল ও ওবায়েদের হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে সমাজপতিরা একই দিন আসরের নামাজের পর পুনরায় শালিস বসার সিদ্ধান্ত করে। কিন্তু হঠাৎ করে বিকেল আনুমানিক পৌনে ৩টার দিকে কনকৈইজ গ্রামের এয়াছিন, মুরাদ, তুশার, তুহিন ও পৌরসভার বাতুপাড়া গ্রামের এক যুবক সহ ২০-২৫ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে ওবায়েদ রাসেলের বাড়ীতে গিয়ে হামলা করে। এসময় রাসেল প্রাণ ভয়ে শয়ন কক্ষে গিয়ে আশ্রয় নিলে সন্ত্রাসীরা রুমে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
আহত রাসেলের মা সালেহা বেগম বলেন, ওবায়েদের নেতৃত্বে সন্ত্রাসীরা বাড়ীতে হামলা করলে আমার ছেলে প্রাণ ভয়ে পালিয়ে তার বেডরুমে গিয়ে আশ্রয় নেয়। সেখানে গিয়ে তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার বলেন, প্রথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জেরেই তাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net