1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!

মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২৫৩ বার

মােঃ সাইফুল্লাহ : যখন বিশ্বব্যপি মহামারি করোনা ভাইরাসের কারণে থমকে গেছে গোটা পৃথিবী ঠিক সেই মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই অসহায় মানুষের পাশে থাকতে নিজ নামে স্থাপন করেছেন ফাউন্ডেশন ।

তারই অংশ হিসেবে এবার মাগুরায় সুবিধাবঞ্চিত খেলোয়াড়, অসহায়, দুঃস্থ , এতিম ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’। জেলার অসহায় মানুষের পাশে প্রতিদিন রাতের আঁধারে ত্রাণ বিতরন কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কর্মসূচী তদারকির পাশাপাশি অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল। এ কাজে তাকে সহযোগীতা করছে শহরের কিছু উদ্যম তরুন। প্রতিদিন রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কাজ করা হচ্ছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমের ব্যাপারে সাকিবের বাবা বলেন – এমন সংকটময় মুহূর্তে মাগুরার অসহায় খেলোয়াড় ও গরীব-দুঃস্থদের পাশে সাকিব আল হাসান ফাউন্ডেশন কাজ করছে। আমি নিজে প্রতিদিন রাতে শহরে ও গ্রামের পাড়া-মহল্লায় অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করছি। এরই মধ্যে অসহায় খেলোয়াড় ও দুঃস্থদের মাঝে ২ হাজার প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আমরা মানুষের কাছে দোয়া চাই যেন আগামীতে সাকিব আল হাসান ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়ে আরো সাহায্যের হাত বাড়াতে পারে এবং এ কার্যক্রম অব্যাহত রাখতে পারে ।

প্রতি পরিবারের জন্য বিতরনকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল, তেল, লবন , ডিটারজেন্ট , ১টি সাবান, দুটি মিনি হ্যান্ডওয়াস রিফিল প্যাক,এক প্যাকেট টয়লেট পাউডার ও তিনটি মাস্ক রয়েছে বলে জানান সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল।
মাগুরার ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি বলেন, সাকিব আল হাসান ফাউন্ডেশন করোনা ভাইরাসের এ সংকটময় মুহূতে শুধু দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াইনি , তারা মাগুরা জেলার অসহায় খেলোয়াড়দের দিকেও সহযোগিতার হাত বাড়িয়েছে । সাকিব যেমন বিশ্বে সেরা , তেমনি সংকটময় মুর্হূতে তার এমন সেবা পেয়ে সবাই খুবই খুশি । আমরা চাই ভবিষ্যতে সাকিব আল হাসান ফাউন্ডেশন মাগুরাবাসীর সেবায় আরো সচেষ্ট হবে, হবে আরো তৎপর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net