1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে জমে উঠেছে দলিল লিখক সমিতির নির্বাচন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি অবস্থা ঘোষণা নিয়ে রাজনৈতিক ঐকমত্য জাতীয় রাজস্ব বোর্ড নাম আর থাকবে না: ফাওজুল কবির ষড়যন্ত্র চলছে, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে – তারেক রহমান মিটফোর্ড হত্যাকাণ্ড: পর্দার আড়ালে ইশরাক? অভিযুক্তকে বাঁচাতে তৎপরতা ও পুলিশের নীরবতায় তোলপাড় চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ শঙ্খ নদীতে ডুবে যাওয়া যুবকের লাশ ৩দিন পর উদ্ধার  দশ বছরে আলোর মুখ দেখেনি নুরুচ্ছফা হত‍্যা মামলার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে জমে উঠেছে দলিল লিখক সমিতির নির্বাচন

শাহ জালাল, সোনারগাঁ( নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২২৯ বার

সোনারগাঁয়ে ব্যানার, ফেস্টুণ আর প্রচার-প্রচারনায় জমে উঠেছে বৈদ্যের বাজার সাব-রেজিস্ট্রি অফিস দলিল লিখক ও স্ট্রাম্প ভেন্ডার সমিতির নির্বাচন। তিন বছর মেয়াদী এই কমিটির নেতা নির্বাচন করার সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্টরা জানান।

আর মাত্র একদিন পরেই ১৭ অক্টোবর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। সমিতির ১৬৮জন সদস্যের মধ্যে দুইজন সদস্য বিদেশে অবস্থান করায় ১৬৬ জন সদস্য ভোট প্রদান অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। সোনারগাঁয়ের বৈদ্যের বাজার সাব-রেজিষ্টার অফিস ১৯৭৯ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পর ১৯৮২ সালের দিকে বৈদ্যের বাজার সাব-রেজিস্ট্রি দলিল লিখক ও স্ট্রাম্প ভেন্ডার দলিল লিখক সমিতিটি গঠন করা হয়। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে সমিতির কার্যক্রম পরিচালিত হলেও ২০১৫ সালে প্রথম ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে খলিল-শহীদ পরিষদ ও ইসহাক-শাহীন পরিষদ ১৫ সদস্যের পূর্ণ প্যানেলের বাইরে থেকে আব্দুর রউফ ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধীতা করছেন।

বৈদ্যের বাজার সাব-রেজিষ্টার অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচনে খলিল- শহীদ পরিষদের সভাপতি প্রার্থী মোঃ খলিলুর রহমান বলেন, সদস্যদের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হলে আমরা সমিতি এবং অফিসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহ সদস্যদের উন্নয়নে কাজ করা হবে। সদস্যদের অধিকার রক্ষা ও সমহারে বন্টন প্রতিষ্ঠা করা হবে।

তিনি খলিল-শহীদ পরিষদের পূর্ণ প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সমিতির সদস্যদের প্রতি উদ্বাত্ব আহবান জানান।

এদিকে ইসহাক-শাহীন পরিষদের সভাপতি প্রার্থী শাহ মোহাম্মদ আবু ইসহাক বলেন, বিগত দিনে সভাপতি থাকা অবস্থায় কোন প্রকার অনিয়ম করিনি। পূঃর্নরায় নির্বাচিত হলে তা অব্যাহত থাকবে। সদস্যদের কল্যানের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহন করা হবে। নির্বাচনে আমাদের প্রথম প্রতিশ্রæতি থাকবে, অ-প্রয়োজনে সমিতির একটি টাকাও খরচ করা হবে না। সদস্যদের স্বার্থেই টাকা খরচ করা হবে। বিগত সময়ে ১৭ হাজার টাকা ঈদ বোনাস দেয়া হয়েছে। আমরা নির্বাচনে জয়ী হলে আগামীতে টাকার অংক বাড়িয়ে তা ২৫ থেকে ৩০ হাজার টাকা দেয়া হবে। কোন সদস্যের মৃত্যু হলে তাদের পরিবারকে এক কালীন ৫০ থেকে ১লাখ টাকা অনুদান দেয়া হবে।

এব্যাপারে সাধারণ ভোটাদের সাথে আলাপকালে তারা জানান, যাচাই-বাছাই করে তাদের যোগ্য প্রার্থীকেই নেতা নির্বাচন করবেন বলে মত প্রকাশ করেছেন। ভোটারদের কেউই তাদের মুখ খোলতে চাইছে না। তবে ভদ্র, শিক্ষিত এবং সচেতন প্রার্থীকে ভোট দেয়ার পক্ষে অনেকেই মত প্রকাশ করেছেন। তাদের অভিমত ভোট দিয়ে সমিতিতে ঝগড়া টেনে আনতে চাই না।

এব্যাপারে বৈদ্যের বাজার অফিসের সাব-রেজিস্ট্রার আঃ রশিদ মন্ডল সাংবাদিকদের বলেন, নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য সব রকম প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net