মোঃ সাইফুল্লাহ;
মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদীর গড়াই সেতু এলাকায় শনিবার বিকালে অনুষ্ঠিত হয়ে গেল মরহুম আছাদুজ্জামান নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২০।
মাগুরা শ্রীপুরের আন্ত: ইউনিয়ন নৌকা বাইচ আয়োজক কমিটি – গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা ও ৩ দিনব্যাপী বিশেষ মেলার আয়োজন করে।
এ প্রতিযোগিতায় মাগুরা জেলাসহ দেশের বিভিন্ন জেলার মোট ১৩টি নৌকা অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় অংশ গ্রহন করা নৌকার মধ্যে মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের লালন শাহ’র নৌকা ১ম স্থান, ফরিদপুরের মধুখালি উপজেলার কামারখালি ইউনিয়নের আতিকের নৌকা ২য় স্থান ও মাগুরা সদর উপজেলার কুছুন্দী ইউনিয়নের হীরার তরী নৌকা ৩য় স্থান অধিকার করে । প্রতিযোগিতা শেষে সন্ধ্যাায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । বিজয়ী ১ম স্থান অধিকারি নৌকাকে ৩০ হাজার টাকা, ২য় স্থান অধিকারিি নৌকাকে ২০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারি নৌকাকে ১০ হাজার টাকাসহ ক্রেস্ট প্রদান করা হয় । এ সময় মাগুরার জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত। প্রথম বারের মতো হওয়া শ্রীপুরের নাকোল ইউনিয়নে এ নৌকা বাইচ উৎসবে গড়াই নদীর দু’তীরে অসংখ্য মানুষের ঢল নামে। মাগুরা, রাজবাড়ি, পাশ্ববতী ফরিদপুরের কামারখালি, মধুখালিসহ বিভিন্ন স্থানের মানুষ উৎসবমুখর পরিবেশে এ নেীকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসে। নৌকা বাইচ শেষ হলেও এ উপলক্ষে মেলা চলবে ৩ দিন ।
সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ্য বিনোদন, ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগীতার কোন বিকল্প নেই জানিয়ে প্রতি বছর এই দিনে নৌকা বাইচ প্রতিযোগীতা আয়োজন করার ঘোষনা দেন মাগুরা -১ আসনের এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।