জেসমিন বাপ্পী
লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিট ও লিও ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের যৌথ উদ্যোগে ক্লাবের স্থায়ী কর্মসূচি ডায়াবেটিকস সচেতনতা ও পরীক্ষা নিয়মিত পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ৯ অক্টোবর হাটহাজারীর উত্তর মাদার্শ ১০নং ইউনিয়ন এর ২নংওয়ার্ড এ ডায়াবেটিকস সচেতনতা ও পরীক্ষার আয়োজন করা হয়। এসময় ৫০ জন রোগীর ডায়াবেটিকস পরীক্ষা ও চিকিৎসা সেবা দেয়া হয়। একইদিন দুপুর ১২.০০টায় ডাঃ সানাউল্লাহ জামে মসজিদ মক্তবে ১০০ জন এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানার বেগম, ক্লাব সহসভাপতি লায়ন জামাল উদ্দীন, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন সমিহা সলিম, ক্লাব সেক্রেটারি লায়ন আবেদা বেগম, লিও ক্লাব এডভাইজার লায়ন আসিফ চৌধুরী, লিও ক্লাব সভাপতি খাবির উদ্দীন প্রভাত, লিও ক্লাব সচিব মোঃ মামুন, ক্লাব ডিরেক্টর রাসেল চৌধুরী, লিও ক্লাব অফ চিটাগাং সেন্ট্রাল সভাপতি লিও ডালিম, লিও ক্লাব অফ চিটাগাং রোজভ্যালি সভাপতি লিও শামিম হোসেন প্রমুখ।