শাহজালাল শাহেদ, চকরিয়া:
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কক্সবাজার জেলা শাখার ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০অক্টোবর পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুর রহমান হেলো সরকার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান হাওলাদার স্বাক্ষরিত কেন্দ্রীয় পরিষদের প্যাডে এ কমিটির অনুমোদন করেন।
এতে চকরিয়ার কৃতী সন্তান সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ আলমগীর রানাকে জেলা সভাপতি ও এরশাদ হোসাইনকে জেলা সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
জেলা কমিটির অন্যান্য পদের মনোনীত কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মাস্টার বদরুল আমিন, সহ-সভাপতি মো. রিফাত মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুজহাদ আজাদ কাফি, কোষাধ্যক্ষ বাহাদুর চৌধুরী, দপ্তর সম্পাদক আরমান সিকদার বাবু, প্রচার সম্পাদক শাহরিয়ার মো. মিনার, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল ইয়াহির, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাশেদ মিয়া, কার্য নির্বাহী সদস্য যথাক্রমে সুমন দাশ, মো. ইব্রাহিম, সাজেদুল ইসলাম সিফাত, রাজিব সিকদার, হাসান রানা, আনোয়ার হোসেন নিশাত, অলি আহমদ, দেলোয়ার হোসেন, সানাউল্লাহ শামীম, মো. আরফাতুর রহমান নুরশেদ, মো. মনসুর আলম, মো. আবদুল হামিদ, আবুল কালাম, আরাফাতুল ইসলাম খোকা প্রমুখ।
এদিকে নবমনোনীত জেলা কমিটির সভাপতি নুর মোহাম্মদ রানা ও সাধারণ সম্পাদক এরশাদ হোসাইন প্রতিক্রিয়ার সংক্ষিপ্ত বক্তব্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুর রহমান হেলো সরকার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান হাওলাদারসহ কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের স্মৃতিকে সর্বত্রে ছড়িয়ে দিতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।