1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দীর্ঘ ২০ বছর পর গোপালগঞ্জের প্রভাংশু হত্যার রহস্য উদঘাটন; আসামীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ

দীর্ঘ ২০ বছর পর গোপালগঞ্জের প্রভাংশু হত্যার রহস্য উদঘাটন; আসামীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ১৮৮ বার

দীর্ঘ ২০ বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়ার চাঞ্চল্যকর প্রভাংশু হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে প্রভাংশুর পরিবারসহ কোটালীপাড়ার শতাধিক মানুষ ।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভিকটিমের বাবা প্রেমানন্দ বিশ্বাস, কাকা পুলিন বিশ্বাস, ভাই হিরন্ময় বিশ্বাস ও রনজিত বিশ্বাস, বোন ঝুনু বিশ্বাস, ভাতিজা রিক্তা বিশ্বাস, এলাকাবাসী সাগর বিশ্বাস, সুশীল বিশ্বাস ও মৃণাল বিশ্বাসসহ অনেকে। তারা বলেন, আসামীরা উচ্চবিত্ত ও প্রভাবশালী হওয়ায় মামলাটিকে দীর্ঘ ২০ বছর ধরে ঝুলিয়ে রেখেছিল। অনেক দেরিতে হলেও চাঞ্চল্যকর ও ক্লু-বিহীন এ হত্যা মামলাটির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এজন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এসময় আসামীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

জানা যায়, ২০০১ সালের ১৫ মার্চ গভীর রাতে কোটালীপাড়ার সিকির বাজারস্থ ‘বাংলাদেশ মেডিকেল হল’ নামক ঔষধের দোকানের কর্মচারী প্রভাংশু বিশ্বাস (৩৩) দোকান মালিকের হাতে খুন হন। হত্যাকান্ডের পরদিন ১৬ মার্চ পরিবারের পক্ষ থেকে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা (নং-০৬) দায়ের করা হয়। পরবর্তীতে কোটালীপাড়া থানা, সিআইডি, পিবিআই, মুকসুদপুর সার্কেল, জুডিশিয়াল তদন্ত ও গোপালগঞ্জ সদর সার্কেল এর ৭ জন তদন্তকারী কর্মকর্তা এ ক্লু-লেস হত্যা মামলাটি তদন্ত করেন। সর্বশেষ তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন দু’জন আসামীকে গ্রেফতার করে এবং এ মামলার প্রকৃত রহস্য উদঘাটন পূর্বক তিনজন আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছেন।

চার্জশীটে উল্লেখ করা হয়, হত্যাকান্ডের চার বছর আগে থেকেই প্রভাংশু ওই দোকানে কর্মচারী ছিলেন। কর্মচারী থাকার সুবাদে দোকান মালিক সুধীর কুমার গৌতমের বাড়িতেই তার তিনবেলা খাওয়া-দাওয়া ও আসা যাওয়া ছিল। এরই মধ্যে দোকান মালিকের স্ত্রী বা বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি মেনে নিতে না পেরে দোকান মালিক সুধীর কুমার গৌতম, তার বেয়াই দেবাশীষ বিশারদ ও আরেক আসামী সুশীল দাসকে নিয়ে ১৫ মার্চ গভীর রাতে দোকানের মধ্যেই প্রভাংশুকে ঘুম থেকে ডেকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। কৌশলে কিছু ঔষধপত্র এলোমেলো ছিটিয়ে রাখে এবং অজ্ঞাত চোর বা ডাকাত হত্যা করেছে বলে প্রচার চালায় আসামীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net