1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বরিশাল ছাত্রদলে নানা অনিয়মের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

বরিশাল ছাত্রদলে নানা অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ১৯৫ বার

বিবাহিত, মাদক মামলার আসামি এবং ছাত্রলীগ-ছাত্র সমাজের সঙ্গে যুক্তদের নিয়ে বরিশালের ১০ উপজেলা ও ছয় পৌর ছাত্রদলের কমিটি গঠনের তোড়জোড় চলছে বলে অভিযোগ উঠেছে। একাধিক উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা অভিযোগ করেছেন, পাঁচ সদস্যের বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু পৌর ছাত্রদলের কমিটি গঠন করতে অর্থবাণিজ্যে নেমেছেন। এ কারণে যোগ্যরা পদবঞ্চিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে জেলার সব উপজেলা এবং পৌর ছাত্রদলের ত্যাগী ও যোগ্য নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে এসব অভিযোগের প্রতিবাদে গত রোববার নগরীতে জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে মানববন্ধন করেন জেলা সভাপতি মাহফুজ আলম মিঠুর অনুসারীরা। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সকাল ১১টার দিকে মানববন্ধনে বক্তব্য দেন বানারীপাড়া, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার ছাত্রদল নেতারা। জেলা সভাপতি মাহফুজ আলম মিঠুর বিরুদ্ধে ওঠা অভিযোগ অসত্য দাবি করেন বক্তারা। তারা জানান, সংগঠনের প্রতিপক্ষ গ্রুপ তাদের স্বার্থ হাসিল করতে না পেরে কাল্পনিক অভিযোগ তুলছেন।
উপজেলা ও পৌর শাখায় পদপ্রত্যাশী নেতারা অভিযোগ করেন, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল নেতা মইদুল ইসলামের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। অথচ মইদুলকে উপজেলা ছাত্রদলের সভাপতি করতে চাচ্ছেন মাহফুজ আলম মিঠু। বানারীপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদে সাইদুল ইসলাম সোহাগকে চাচ্ছেন মিঠু। সোহাগও মাদক মামলার আসামি। হিজলা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে জেলা সভাপতির পছন্দ মনির নপ্তি। অথচ মনির বিবাহিত। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও আছে।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, মুলাদী উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মহিউদ্দিন ঢালীর নাম চূড়ান্ত করার কথা বলা হচ্ছে। কারণ মহিউদ্দিন ঢালী জেলা সভাপতির ঘনিষ্ঠজন। কিন্তু উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার সঙ্গে শহীদ মিনারে গিয়ে মহিউদ্দিন ঢালী ফুল দিয়েছেন- এমন ছবি রয়েছে উপজেলার শীর্ষ ছাত্রদল নেতাদের হাতে। তাদের দাবি, মহিউদ্দিন ছাত্রলীগের সঙ্গে যুক্ত। মুলাদী পৌর কমিটির সভাপতি পদে পছন্দ করা হয়েছে কবির মোল্লাকে। অথচ তিনি জাতীয় ছাত্র সমাজের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে। মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি করতে চাচ্ছেন শাহাদত হোসেন সোহাগকে। তিনি বিবাহিত।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিজলা, মেহেন্দীগঞ্জ ও মুলাদীর একাধিক ছাত্রদল নেতা অভিযোগ করেন, জেলা সভাপতি মাহফুজ আলম মিঠু কোনো উপজেলায় গিয়ে সম্মেলন কিংবা সভা না করে ঢাকায় বসে অর্থবাণিজ্যের মাধ্যমে জেলার ১০ উপজেলা ও ছয় পৌর ছাত্রদলের কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করছেন। বাকেরগঞ্জ ছাত্রদলের এক নেতা অভিযোগ করেন, কমিটিতে শীর্ষ পদ দেওয়ার কথা বলে বাকেরগঞ্জ ছাত্রদলের পাঁচ-সাতজন নেতার কাছ থেকে অর্ধলাখ করে টাকা নিয়েছেন সভাপতি মিঠু। তার বিরুদ্ধে অন্যান্য উপজেলা ও পৌর কমিটিগুলোতেও শীর্ষ পদ দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

হিজলা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী ছিলেন আসাদুজ্জামান খান সজল। তিনি অভিযোগ করেন, সভাপতি পদ দেওয়ার কথা বলে জেলা সভাপতি মাহফুজ আলম মিঠু তার কাছ থেকে অর্ধলক্ষাধিক টাকা নিয়েছেন।

মেহেন্দীগঞ্জের সভাপতি প্রার্থী মাসুদ রানার অভিযোগ, বিতর্কিত ও বিবাহিতদের নিয়ে মেহেন্দীগঞ্জসহ বিভিন্ন উপজেলা কমিটি করতে অর্থবাণিজ্য করেছেন জেলা সভাপতি মাহফুজ আলম। উপজেলা ও পৌর কমিটি করতে কেন্দ্রের যে নির্দেশনা রয়েছে জেলা সভাপতি তা অনুসরণ করছেন না।

একই ধরনের অভিযোগ করেছেন হিজলার ছাত্রদল নেতা শাকিল তালুকদার ও মেহেন্দীগঞ্জের দেলোয়ার হোসেনও।

এসব অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদল সভাপতি মাহফুজ আলম মিঠু বলেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সরকারি দলের এজেন্টরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। সংগঠনের গঠনতন্ত্র মেনে সবক’টি উপজেলা ও পৌর শাখার কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। যারা অর্থবাণিজ্যের অভিযোগ তুলছেন সংগঠনে তাদের তেমন ভূমিকা নেই। অযোগ্য বলেই মিথ্যা ছড়াচ্ছেন।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী বলেন, সভাপতি মাহফুজ আলম মিঠু বিতর্কিতদের নিয়ে উপজেলা ও পৌর কমিটিগুলো করছেন, এমন অভিযোগ পেয়েছি। এসব কমিটি করতে তিনি আর্থিক সুবিধা নিচ্ছেন বলে শুনেছি। অভিযোগুলো কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানানো হয়েছে।

২০১৮ সালের ১৮ আগস্ট মাহফুজ আলম মিঠুকে সভাপতি এবং কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net