শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বেতাগী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)”র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মাইজভাণ্ডারী দর্শন” শীর্ষক সেমিনার ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২০ ডিসেম্বর) রাঙ্গুনিয়া তিনচৌদিয়া এলাকায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের অধ্যাপন মোহাম্মদ গোফরান। দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল শাহ্’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কাজী দেউড়ি কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি ছিলেন ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নাজের আহম্মদ, মোহাম্মদ শওকত আলী তালুকদার,ডাবুয়া জগন্নাথ শাখার সহ সভাপতি নাজিমুদ্দিন কালু।এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জাহেদুল চৌধুরী, জাহেদুল আলম, বেলাল হোসাইন, আকবর হোসেন, সাইফুল ইসলাম, মাহবুবুল আলম। জিকিরে ছেমা মাহফিলে পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সদস্য শিল্পী মোহাম্মদ জয়নাল আবেদীন। সকালে শিশুকিশোর সমাবেশে অংশগ্রহণকারী বিজয়ী শিশুকিশোরদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।