1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাছিমপুর হাই স্কুলের এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

মাছিমপুর হাই স্কুলের এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৫ বার

কমিল্লা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের ম্যানেজিং (এডহক) কমিটির নবনির্বাচিত সভাপতি বিবেকানন্দ পোদ্দার বিবুকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দসহ স্কাউট দল।

বৃহস্পতিবার সকালে নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ে আসলে এ শুভেচ্ছা জানান তারা। এসময় প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী ও সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুলসহ সহকারী শিক্ষকবৃন্দগন উপস্থিত ছিলেন। পরে প্রধান শিক্ষকের অফিস কক্ষে শুরু হয় নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা। উক্ত সভায় নবনির্বাচিত সভাপতি স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ১৯৭৫ এ নিহত সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরন করে তিনি বলেন, আমার মাতৃতূল্য বড় বোন হোমনা তিতাসের কান্ডারী মেহনতী মানুষের শেষ আশ্রয়স্থল কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি ও আমার স্নেহধন্য ভাই তিতাসের আইকন তিতাস উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার এর দিক নির্দেশনা মোতাবেক আমার দাদার হাতে গড়া এই প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গলের জন্য নিরলসভাবে কাজ করে যাবো।

এছাড়াও তিনি আরো বলেন আমার বাবা দীর্ঘ সময় এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বেশ সুনামের সাথ। তারই উত্তরসূরী হিসেবে অত্র প্রতিষ্ঠানকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net