সফিকুল ইসলাম রিপন, নরসিংদী: নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান (সুইডেন আতাউরের) বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি পাঠিয়েছে দূর্নিতী দমন কমিশন( দুদক) আজ সোমবার ২১ ডিসেম্বর পুলিশের ইমিগ্রেশন শাখায় এ চিঠি পাঠায় দূদকের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান ইমিগ্রেশন এয়ারপোর্টের বিশেষ পুলিশ সুপারের কাছে দেওয়া দুদকের চিঠিতে বলা হয়েছে আতাউরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহিঃভূর্ত অঢেল সম্পদের অভিযোগের অনুসন্ধান চলছে তাই আওয়ামীলীগ নেতা আতাউর রহমান ওরফে ( সুইডেন আতাউর) বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে । সুইডেন আতাউর সরকার দলীয় ক্ষমতার দাপটে ও পেশি শক্তি দিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছে তার বিরুদ্ধে অন্যের সম্পদ হরণ করার ও অভিযোগ উঠেছে খোঁজ নিয়ে আরও জানা যায় নারায়ণগঞ্জের ব্যবসায়ী মেসার্স মোবারক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোবারক হোসেনের দায়ের করা আটত্রিশ লক্ষ টাকার চেক ডিজঅনার মামলা যার নং ৭৭১/২০২০ ওয়ারেন্ট রয়েছে।