বদরুল হক:
আনোয়ারা ভ্রাম্যমান আদালতে অভিযানে ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে যথাযথ স্বাস্থ্যসেবা মনিটরিং করার লক্ষ্যে সাইনিং ডায়গনস্টিক সেন্টার, দি ল্যাব এইড, ছায়াপথ ক্লিনিক, ও স্টার ল্যাবকে জরিমানা করা হয়। আজ ৩রা ডিসেম্বর বিকাল ৩টায় মোট ৪টি প্রতিষ্টানকে অভিযান চালিয়ে ৩০হাজার টাকা জরিমানা করেন।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি),তানবীর হাসান চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহেদ মোঃ সাইফুদ্দীন।
আবু জাহেদ সাইফুদ্দীন বলেন, দি ল্যাব এইড ডাইগনস্টিক সেন্টার ও ছায়াপথ ক্লিনিককে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং স্বাস্থ্যহানির ঝুঁকি নিয়ে ছায়াপথ ক্লিনিককে পরিচালনা ঝুঁকিপূর্ণ সেবা প্রদান বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।তিনি আরো বলেন,স্বাস্থ্যসেবা জনগণের দৌড়গোরাই পৌঁছাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।