কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গত (২১ ডিসেম্বর) রোববার দুপুর ১১টার পর থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই ভাঙচুর-লুটপাটের সময় নারী-পুরুষসহ ৪ জনকে পিটিয়ে আহত করা হয়। ৯৯৯ ফোন পেয়ে লাকসাম থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন এবং স্হানীয়দের সহায়তা গুরুতর আহত ব্যক্তিদেরকে তাদের স্বজনদের মাধ্যমে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটছে উপজেলার মুদাফরগুঞ্জ (দঃ) ইউনিয়ন শ্রীয়াং গ্রামে বেনু মাধব দাসের বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগী বেনু মাধব দাসের ছেলে শিপন চন্দ্র দাস বাদী হয়ে ২২ ডিসেম্বর সোমবার কুমিল্লা আদালতে স্হানীয় মেম্বার শহিদউল্লা চৌধুরীসহ ৯ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলা হওয়ার পর নিরাপত্তাহীনতা ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মামলা ও স্হানীয় সুত্র, উপজেলার মুদাফরগুঞ্জ (দঃ) ইউনিয়ন শ্রীয়াং গ্রামে বেনু মাধব দাস ও মৃত হারাধন দুই ভাইয়ের সন্তানের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। তাদের সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলা-হামলাও হয়েছে। গত (২১ ডিসেম্বর) রবিবার দুপুরে মৃত হারাধনের ছেলে টিটু ভৌমিক ও প্রিয়াংকা রানী সরকার তাদের সম্পত্তি দখল করার জন্য স্হানীয় ওয়ার্ড মেম্বার শহিদউল্লা চৌধুরী নেতৃত্বে কয়েজন সন্ত্রাসী নিয়ে তাদের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। হামলার সময় আসবাবপত্র তছনছ ও ভাঙচুর করে। ঘরে থাকা নগদ টাকা এবং স্বর্ন গয়না মূল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় বেনু মাধব দাসের স্ত্রী- সন্তান ও জামাইতাকে বেধড়ক পেটানো হয়। আহত স্বজনদের চিকিৎসকের আশ পাশের লোকজন আসতে দেরি দেখে ৯৯৯ নম্বার ও লাকসাম ওসি ফোন করেন। পুলিশ ঘটনার স্হলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এদিকে আহত ব্যক্তিদেরকে তাদের স্বজনদের মধ্যে হাসপাতালে পাঠানো হয়।
গত ২২ ডিসেম্বর সোমবার ভুক্তভোগীবেনু মাধব দাসের ছেলে শিপন চন্দ্র দাস বাদী হয়ে স্হানীয় ওয়ার্ড মেম্বার শহিদউল্লা চৌধুরী, টিটু ভৌমিক, সাইফুল, প্রিয়াংকা রানী সরকার, জাহিদ হোসেন, হৃদয়,মহিন উদ্দিন, আলমগীর হোসেন ও মালেকসহ ৯ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা করেন। মামলা খবর শুনে অভিযুক্ত ব্যক্তিরা মামলা তুলে নিতে বাদীকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে এবং নিরাপত্তাহীনতা ভুগছেন বলে ভুক্তভোগী পরিবাররা জানান।