কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম : হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম ছালে আহম্মদ (৭০)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্বাস তালুকদার বাড়ির বীর মুক্তিযোদ্ধা ছালে আহম্মদকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ।
এসময় স্থানীয় মুক্তিযোদ্ধাগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জানাজা নামাজ শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা ছালে আহম্মদ ২৬ ডিসেম্বর দুপুর ২ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি করোনা পজিটিভ ছিলেন বলে জানা যায়।