সেলিম উদ্দীন,কক্সবাজার।
চকরিয়া উপজেলার খুটাখালীতে বঙ্গবন্ধু জম্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সেভেনসেট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুরু করা হয়েছে।
রবিবার(৬ ডিসেম্বর) বিকেলে কিশলয় স্কুল মাঠে অনুষ্টিত টুর্নামেন্টের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
খুটাখালী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ ও জাতীয় শ্রমিকলীগের যৌথ উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় মাঠের একপাশে অংশগ্রহন করেন লামা ফুটবল একাডেমী বনাম কোটবাজার পালং স্পোটিং ক্লাব।
উদ্বোধনী খেলায় ১/০ গেলে কোটবাজার পালং স্পোটিং ক্লাব জয়লাভ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আয়োজক ও খুটাখালী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি রফিকুল আলম।
আয়োজক কমিটি ও জাতীয় শ্রমিকলীগ খুটাখালী শাখার সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত হোসেন, জাতীয় শ্রমিকলীগ চকরিয়া উপজেলার সভাপতি জামাল উদ্দীন জামাল।
আমন্ত্রিত অথিতিদের মধ্যে খুটাখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, চকরিয়া উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক ডা. মীর আহমদ হেলালী, সহ সভাপতি শেখ বশির আহমদ হেলালী, এম বেলাল আজাদ,সাঈদ মু. শাহজালাল, কিশলয় স্কুলের সহকারী প্রধান শিক্ষক নুরুল কবির, স্কুল এডহক কমিটির সদস্য খোরশেদ আলম চৌধুরী মিন্টু, স্থানীয় ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম সওদাগর, শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আয়োজক রফিকুল আলম বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিতে মনোযোগী হলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বিপদগামী হবেনা।
একই সাথে ক্রীড়া চর্চার মাধ্যমে যুব সমাজকে অপরাধ প্রবণতা থেকে মুক্ত রাখা সম্ভব।
মুলতঃ শিক্ষার্থীদেরকে বিপদগামী থেকে মুক্ত রাখতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।