শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে ২০জন শারীরিক প্রতিবন্ধী পেল হুইল চেয়ার। সোমবার ( ২১ ডিসেম্বর) সকালে রাউজান উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, কাউন্সিলর জানে আলম জনি, শওকত হাসান, আজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্দুর রহমান চৌধুরী, ভূপেষ বড়ুয়া, বি এম জসিম উদ্দিন হিরু,আব্বাস উদ্দীন আহম্মেদ, তছলিম উদ্দীন চৌধুরী,সৈয়দ আব্দুল জব্বার সোহেল, রোকন উদ্দিন প্রমুখ।