1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চলে গেলেন ফটিকছড়ির কৃতি ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে তিন সহদরের দাদন বা সুদি কারবারের যাঁতাকলে সর্বস্বান্ত শত শত পরিবার  শহীদ ওয়াসিম আকরাম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা ঢাকা কলেজে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত এনসিপি’র পূর্বঘোষিত মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় উদ্বেগ মির্জা ফখরুলের ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক জুলাই শহীদদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয় শোক প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৪৪ দলের কোনোটি ‘উত্তীর্ণ’ হয়নি ৫ দফা দাবিতে বুধবার জুলাই ঐক্যের কফিন মিছিল সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র : ডা. জাহিদ

চলে গেলেন ফটিকছড়ির কৃতি ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ ইসলাম

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৩৩ বার

মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপাড়ে পাড়ি জমালেন দাওয়াতে তাবলীগের অন্যতম মুরুব্বি ধর্মপুর এমদাদুল উলুম বড় মাদ্রাসা-মসজিদের মোতোয়াল্লি মধ্যম ধর্মপুর বহরম কাশেমের বাড়ি নিবাসী আলহাজ্ব মোহাম্মদ ইসলাম।
তিনি গত ৩০ শে অক্টোবর (১২ই রবিউল আউয়াল) পবিত্র জুমার দিন নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিনে রাত দশটায় ধর্মপুর এমদাদুল উলুম মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আলেম-ওলামাসহ অসংখ্য মুসল্লী অংশগ্রহণ করেন। জানাজায় তার পরিবারের পক্ষে বক্তব্যে মরহুমের মাগফেরাতের জন্য এবং মরহুমের অসুস্থ স্ত্রীর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোহাম্মদ ইসলাম সুনামের সহিত দীর্ঘ ১৮ বছরের অধিক ধর্মপুর এমদাদুল উলুম বড় মাদ্রাসা-মসজিদের (বাইতুর রহমান জামে মসজিদ) মোতোয়াল্লির দায়িত্ব পালন করেন। এলাকায় ধর্মীয় ও সামাজিক কাজে তার সহযোগিতা ও সরব উপস্থিতি ছিল অতুলনীয়। অত্যন্ত নম্র ভদ্র ও মিষ্টভাষী মোহাম্মদ ইসলাম সরকারি চাকরির অবসরে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন। আমৃত্যু আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করেছেন। দ্বীনি প্রতিষ্ঠান ও অসহায় দুঃস্থ মানুষকে দান করেছেন নীরবে। ঝাপিয়ে পড়তেন অন্যের বিপদে। দাওয়াতে তাবলীগেও সময় দিয়েছেন দীর্ঘদিন। যার কারণে এলাকার সবাই তাঁকে তাবলীগের মুরুব্বি বলে সম্বোধন করতেন। অত্যন্ত নম্র ভদ্র ও মিষ্ট আচরণের কারণে সবাই তাঁকে ভালবাসতেন এবং সম্মান করতেন। হক্কানী আলেমেদ্বীনের সাথে ছিল তাঁর গভীর সম্পর্ক। ফটিকছড়ির ঐতিহ্যবাহী ও স্বনামধন্য পরিবারের সাথে রয়েছে তাঁর পরিবারের আত্মীয়তার সম্পর্ক।
তাঁর বড় ছেলে মোঃ ফারুক পিয়ারু সংযুক্ত আরব আমিরাতের সারজায় ব্যবসায় নিয়োজিত আছেন। তাঁর ছোট ছেলে হাফেজ মাওলানা আজিজুল্লাহ পারভেজ সংযুক্ত আরব আমিরাতের আল আইনে আউকাফ (AWQAF) এর অধীনে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন।

পরিশেষে “শ্যামল বাংলা” পরিবারের পক্ষ হতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net