চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১নং গাজীপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন উপলক্ষে গাজীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ নভেম্বর সোমবার রাতে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন চৌধুরীর পরিচালনায় ও সভাপতি মোঃ জাবেদ খানের সভপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম গিয়াস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও শানখলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুর রহমান তরফদার, ১ম সাংগঠনিক সম্পাদক বশির আহাম্মেদ, জেলা শ্রমিকলীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মোঃ আঃ ওয়াহেদ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসেন, ৫ নং শানখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমান আলী ওয়াসিম ও সাধারণ সম্পাদক শেখ মোঃ শাহীন প্রমূখ। ৩০ নভেম্বর সোমবার রাতে এই কমিটির অনুমোদন প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
নবগঠিত এই কমিটিতে মোঃ জাবেদ খানকে সভাপতি, নজরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ জহিরুল ইসলাম উস্তারকে সাধারণ সম্পাদক, ইমন চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পপাদক, আকছির মিয়া ও দেওয়ান ইমরুলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট ১নং গাজীপুুর ইউনিয়ন যুুুবলীগের কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটির সভাপতি মোঃ জাবেদ খান বলেন, কমিটি পেয়ে আমি খুবই আনন্দিত। আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বদাই কাজ করে যাব।