মোঃ জুয়েল রানা, তিতাসঃ
বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলার উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও পথযাত্রীর মাধ্যমে মাস্ক বিতরণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার সামনে গৌরিপুর টু হোমনা সড়কে বিভিন্ন পথযাত্রাীর মাঝে মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলানিবার্হী অফিসার মোসম্মৎ রাশেদা বেগম, বাংলাদেশ স্কাউট তিতাস উপজেলার সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী সরকার, মেহনাজ হোসেন মীম আর্দশ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ আবু বকর সিদ্দিক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন তিতাস মু্ক্ত স্কাউট এবং মেহনাজ হোসেন মীম আর্দশ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ সাব্বির হোসেন, গার্লস গাইডের সিনিয়র রোভার মেট মোসাঃ আছমা আক্তারসহ
সকল স্কাউট ও রোভার স্কাউট সদস্যবৃন্দ।
