শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
দৈনিক আজাদীর সাবেক সম্পাদক ও বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, দেশ বরেণ্য বুদ্ধিজীবি ও রাজনীতিবিদ মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।সোমবার বিকালে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দীন।পরে রাউজান উপজেলা ডাকবাংলা বভনে রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় এক স্মরন সভা অনুষ্ঠিত হয়। স্মরন সভায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দীন রানা, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউছুপ উদ্দীন, সাংবাদিক হাবিবুর রহমান, এম আরফাত হোসেন, শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ ।