পলাশ(নরসিংদী)থেকে নাসিম আজাদঃ
আবারো এক করোনা রুগীর মৃত্যু হয়েছে। নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামের শরীফ সরকারের মা রওশনারা বেগম নামে এক মহিলা করোনা পজিটিভ হয়ে মৃত্যু বরন করলে প্রতিবারের মতো এবারও নরসিংদীর সেচ্ছাসেবী সংঘটন হালিমা সাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা চেয়ারম্যান আল্লামা মুফতি মাওলানা হযরত আব্দুল রহিম কাশেমীর নেতৃত্বে এক দল ওলামা হযরত গন মৃতের লাশ দাফন কাফন করেন।এপর্যন্ত হালিমা সাদিয়া ফাউন্ডেশন ৩২ জনের লাশ দাফন কাফন করেন। এব্যপারে হালিমা সাদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন আমাদের পর্যাপ্ত পরিমান পি পি ই ও সেপ্টি সামগ্রী নেই তার পর ও আমরা সেচ্ছায় সেবা হিসেবে কাজ করে যাচ্ছি। আমরা কারো সহায়তা পেলে আরও ভালো হতো তাই আমরা সবার সহযোগিতা জন্য দৃষ্টি আকর্ষণ করছি।