নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-চট্টগ্রাম রেল পথের কুমিল্লার নাঙ্গলকোট রেল স্টেশন সংলগ্ন এলাকায় চট্রগ্রাম থেকে ঢাকাগামী ৭৮৭ আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আবু মুছার (২২) মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন। তিনি উপজেলার পেড়িয়া ইউনিয়নের খোসারপাড়া গ্রামের হাছানুজ্জামানের ছেলে। রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্রগ্রাম থেকে ঢাকাগামী ৭৮৭ আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ও ঢাকা থেকে চট্রগ্রামগামী ৮০২ চট্রলা এক্সপ্রেস ট্রেন একই সময়ে পার হওয়ার সময় দুই ট্রেনের মাঝামাঝি পড়ে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আবু মুছা নিহত হয়।
এ সময় রেল পথের বিভিন্নস্থানে তার মাথার অংশ এবং পাসহ শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে।
নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার এস এম মাহমুদ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রেলের বিধি অনুযায়ী আমরা ঘটনাটি লাকসাম জি আর পি থানা পুলিশকে অবহিত করেছি। পরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, নিহত আবু মুসা ঢাকা মিরপুর বাংলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র ছিলো। তার মৃত্যুে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।