সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
সেচ্ছাসেবী সংগঠন নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাস ফেরত কল্যাণ পরিষদের নামে প্রবাসী বাংলাদেশি ও বিত্তবানদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সংগঠনের সভাপতি রবিউল অলমের নামে।
সংগঠনের রূপগঞ্জ, ফতুল্লা,আরাইহাজার, সোনারগাঁ ও বন্দর থানার প্রবাসীরা ফেসবুকে রবির প্রতারণার ব্যাপারে প্রবাসীদের সতর্ক করে । এই বিষয় গুলো রবিউলের নজরে আনলে রবিউল প্রবাসীদের মুখ বন্ধ করার জন্য সাইবার ক্রাইমের মামলা করারসহ বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে জানান সংগঠনেট সদস্যরা। এ নিয়ে তাদের মধ্যে আতঙ্কের বিরাজ করছে।
তাদের সাথে কথা বলে জানা যায়, ২০১৮ সালে নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাস ফেরত কল্যাণ পরিষদের নামে এই সংগঠন প্রতিষ্ঠা করে স্বঘোষিত সভাপতি রবিউল আলম দাতা সদস্য, কার্যকরী সদস্য, আজীবন সদস্য, এবং বিভিন্ন পদ পদবীর প্রলোভন দেখিয়ে দেশের ধনবান লোকদের ও বিদেশে কর্মরত হাজারও শ্রমীকের কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পার্টি, অফিস খরচ ও অসহায় বিদেশ ফেরতদের পরিবারকে আর্থীক সহায়তার কথা বলে প্রবাসীদের কাছ থেকে এ টাকা হাতিয়ে নেয়। আর সে টাকা কোন কল্যাণে কাজে না লাগিয়ে রবিউল আলম তার আখের গুছিয়েছে। প্রবাসীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠিত হলেও প্রবাসীদের কল্যাণে কাজের কাজ কিছুই হয়নি । টাকার হিসেব চাইলে সংগঠনের গ্রুপ থেকে রিমুভ করে দেয়। শুরু হয় নতুন গ্রুপ নতুন সদস্য সংগ্রহ দাতা সদস্য সংগ্রহ এভাবেই চলতে থাকে দিনের-পর-দিন প্রবাসীদের সাথে প্রতারণা।
এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য রবি আলমকে সৌদি আরবের মুঠোফোনে কল দিলে ওনাকে পাওয়া যায়নি।
সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও রূপগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদক সৌদি প্রবাসী ফরহাদ মোল্লা বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও নারায়ণগঞ্জ ডিসি মহোদয়ের কাছে প্রবাসীদের একটাই দাবি, আর কোন প্রবাসী যেন রবির প্রতারণার শিকার না হতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করা।
ইতালী প্রবাসী ফরহাদ হোসেন, সোনারগাঁয়ের মালয়শিয়া প্রবাস ফেরত মারুফ হোসেন ও সোনারগাঁয়ের বাহরাইন প্রবাসী মনির হোসেন বলেন, আমাদের টাকা ফিরে পাওয়ার জন্য এবং অন্যকোন প্রবাসী যেন প্রতারনার শিকার না হয়, সেই জন্য আমরা ফেজবুকে ও নিউজের মাধ্যমে প্রতারনার নিন্দা ও প্রতিবাদ যানাচ্ছি।