কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
ফজর নামাজের পর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে
রাজধানীর জামিয়া কারিমিয়া’র মুহাদ্দিস আল্লামা মুফতি ওয়ালিউল্লাহ’র আখেরী নছিহত ও দোয়ার মাধ্যমে রাতে সম্পন্ন হয়েছে হাটহাজারী উপজেলার শতর্ধোবর্ষী দ্বিনী প্রতিষ্ঠান- আল জামিয়াতুল হামিদিয়া নাছেরুল ইসলাম প্রকাশ- ফতেপুর মাদরাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন।
অত্র জামিয়ার সম্মানিত মহা-পরিচালক হযরতুল আল্লামা মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত জামেয়ার ১০৫ তম বার্ষিক মাহফিলে নছিহত পেশ করেছেন-
আল্লামা মুহিব্বুল্লাহ (বাবুনগর মাদরাসা)
আল্লামা শেখ আহমদ (হাটহাজারী মাদরাসা)।
হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিছ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।
মাওলানা মুফতি মাহমুদ হাসান, আল্লামা নোমান ফয়েজী, আল্লামা জুনায়েদ আল হাবিব ঢাকা, ড. আ ফ ম খালেদ হোসেন, মুফতি জসিমুদ্দীন, মুফতি ওয়ালিউল্লাহ ঢাকা, মুফতি হিফজুর রহমান ঢাকা, আল্লামা মাহফুজুল হক ঢাকা, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী ব্রাম্মনবাড়িয়া, মাওলানা গাজী ছানাউল্লাহ রহমানী ঢাকা, মাওলানা মোস্তফা নূরী কক্সবাজারী, মাওলানা ইসমাঈল খান, মাওলানা আব্দুচ্ছমি, মাও. আবু আহমাদ, মাও. মহিউদ্দিন মাহমুদ প্রমূখ ওলামায়ে কেরাম ও ইসলামী স্কলারগণ উপস্থিত ছিলেন।
আল্লাহতাআলা এই শিক্ষাপ্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত দ্বীনের খেদমতের জন্য কবুল করুন’ এমন দোয়া করেন সকলে।
মাদরাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান বলেন- এবার পবিত্র কুরআন মজিদের হেফজ সম্পন্নকারী ৮জন ছাত্রকে সনদ (সম্মাননা পাগড়ি) প্রদান করা হয়েছে। তারা হলো- মিশকাত হাছান, নাজিম উদ্দিন, ইবরাহিম, মাসুদুর রহমান, মাহিম, নূর শাদমান, রাফী হোসাইন ও মো. ইবরাহীম।
এছাড়া মেশকাত শরীফ ক্লাস সম্পন্নকারী সত্তর্ধো ফাজেলকে সনদ (সম্মাননা পাগড়ী) পরিয়ে দেন- এতদঞ্চলের প্রবীণ মুহাদ্দিছ আল্লামা শেখ আহমাদ এবং পরিচালক মাও. মাহমুদুল হাছান।