মোঃ সাইফুল্লাহ ;
মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্দোগে ৬ ডিসেম্বর রবিবার বিকেলে কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল বের করে, বিক্ষোভ মিছিলটি মহম্মদপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়, সেখানে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড আঃ মান্নান, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,উপজেলা যুবলীগ ও প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ জিএম শওকত বিপ্লব রেজা বিকো, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামছুর রহমান। এছাড়াও উক্ত বিক্ষোভ মিছিলে রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।