সাহিন সিকদার, বাহরাইন:
স্বাধীনতার ৪৯ বছর পরেও একাত্তরের পরাজিত অপশক্তিই আবার ছদ্মনামে, ছদ্মবেশে ষড়যন্ত্র পাকাচ্ছে, দেশে এবং প্রবাসের যুবলীগ নেতা কর্মীরা এসব অপশক্তিকে প্রতিহত করতে প্রস্তুত। বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাহরাইন শাখার উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ সমাজ বাহরাইনের কার্যালয়ে আওয়ামী যুবলীগ বাহরাইন শাখার উদ্যোগে ৪৯তম মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাহরাইন শাখার প্রস্তাবিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বৃহত্তর বরিশাল জন কল্যন সমিতি সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ আব্দুল হক। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ইমরান সরকারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার সভাপতি মন্জুর আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামীলীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক এম.এ. হাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগ বাহরাইন শাখার প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক বকুল সুত্রধর, সহ-সভাপতি মোশারফ হোসেন মশু, সহ সাধারণ সম্পাদক শরিফুল হাসান, নজির আহমদ, সাংগঠনিক সম্পাদক মো: জালাল উদ্দিন মুন্সি, সাহিন সিকদার প্রাচার ও প্রাকাসনা সম্পাদক এসময় উপস্থিত ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী পরিবারের নেতৃবর্গ।