শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সর্ত্তারকুল দায়রা শাখার ব্যবস্থাপনায় মহান ১০শে পৌষ বিশ্ব অলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)”র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে সোমবার এতিমদের খাবার বিতরণ ও আলোচনা সভা, তাওয়াল্লোদে গাউছিয়া শরীফ ও মিলাদ মাহফিল হযরত রমজান আলী(রঃ)জামে মসজিদে অনুষ্টিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সর্ত্তারকুল দায়রা শাখার সভাপতি মামুন মিয়া। মাইজভাণ্ডারী গাউনিয়া হক কমিটি গর্জনীয়া মাদ্রাসা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল হালিমের সঞ্চালনায় মাহফিলে তকিরর করেন মাইজভানণ্ডারী একাডেমির সদস্য আল্লামা মাওলানা বাহাউদ্দিন ওমর, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার ক জোনের সমন্বয়ক আল্লামা মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি ছিলেন আনিস উল খাঁন বাবর। এতে আরো উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ১নং হলদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আল্লামা মাওলানা আলী আকবর তৈয়বী,উত্তরসর্তা দায়রা শাখার সহ-সাধারণ সম্পাদক মওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম, উত্তরসর্তা কড়িওয়ালা বটতল শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন,মাওলানা সোলাইমান চৌধুরী,হাফেজ মাওলানা ওমর ফারুক, শায়ের হাফেজ মুহাম্মদ মিনহাজ উদ্দিন,মাওলানা সুয়াব সহ অনেকেই।