মোঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুরে প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার উদ্যোগে অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২১ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার মুজদিয়া গ্রামের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল, ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে ফিজিও থেরাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ওয়াসিম আকরাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলাম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুলসহ আরো অনেকে।