মোঃ সাইফুল্লাহ ; হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ২০২১ সালের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ্রগহণের জন্য মাগুরার শ্রীপুরের বাছাই পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর রবিবার দিনব্যাপী উপজেলার শ্রীপুর সরকারি কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিযোগিরা পবিত্র আল-কোরআনের ৫, ১০, ২০ ও ৩০ পারা গ্রুপে অংশ নেয়। সকাল ১০টায় শুরু হয়ে দিন ব্যাপি এই অনুষ্ঠান পরিচালিত হয়।
হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের মাগুরা জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি হাফেজ মাওলানা জিহাদুল ইসলাম,শ্রীপুর থানা জামে মসজিদের প্রধান খতিব হাফেজ মাওলানা ফয়সাল আলমসহ এলাকার খ্যাতিমান হাফেজ ও মাওলানাগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীপুর সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠান শেষে অতিথিগণ প্রতি গ্রুপের ৫ জন করে ৪ গ্রুপের ২০ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন