মোঃ সাইফুল্লাহ ; মাগুরা জেলার শ্রীপুর উপজেলা জোকা গ্রামের সমবায়ীদের নিয়ে গড়ে ওঠা জোকা দারিদ্র্য নিরোধ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের১৯তম বার্ষিক সাধারন সভা ২৮ ডিসেম্বর সোমবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মো: আব্দুল আলীম মিয়া ও সহকারী কমিশনার(ভুমি) হাসিনা মমতাজ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার আশিষ কুমার শিকদার,শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, আলোকিত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল,শফিকুজ্জামান রিপন,মোঃ আমিরুল ইসলামসহ আরো অনেকে।