নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুর প্রেসক্লাবের সভাপতি পরিচয় দানকারী চাঁদাবাজ মোঃ শফিকুর রহমান মীর পলাশ কর্তৃক দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তার স্বার্থে দারুসসালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৯০) ও শাহ আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৮১৭) করেছেন হুমকির শিকার দুই সাংবাদিক।
রোববার সন্ধ্যায় দারুস সালাম থানায় জিডি করেন দৈনিক বাংলাদেশ পত্রিকার ক্রাইম রিপোর্টার মোঃ বাবুল খান ও শাহ আলী থানায় জিডি করেন দৈনিক বাংলাদেশ সংবাদ এর নির্বাহী সম্পাদক ও প্রকাশক মোঃ বাহাউদ্দীন তালুকদার।
জানা গেছে, বাবুল খানের বর্তমান বাসায় অবস্থান করা কালীন সময়ে (বাবুল খান) নামক ফেসবুক আইডি (নিজ একাউন্ট ফেইসবুক) থেকে একটি বিষয়ে কিছু খবর পোস্ট করায় বিবাদী তাহার ফেসবুক আইডি নাম (সৈয়দ শফিকুর রহমান) থেকে বাবুল খানের মেসেঞ্জারে রাত ১২.২৬ মিঃ তারিখ ২৭/১২/২০২০ইং বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদান করে। তারপর জাকির নামক ব্যক্তি ০১৬১১ ৬২০০০০ নাম্বার থেকে বাবুল খানের ০১৬৭৫ ৪৬৫০৮৫ নাম্বারে রাত ৯.০০ ঘটিকায় ফোন দিয়ে বিভিন্ন প্রকার গালিগালাজ ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
দৈনিক বাংলাদেশ সংবাদ পত্রিকায় (মিরপুর প্রেস ক্লাবের নাম ভাঙ্গিয়ে গোলাম কাদের ও মীর পলাশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ !) এ শিরোনামে নিউজ করায় শফিকুর রহমান মীর পলাশের বাহিনী দিয়ে গত ১৭/১২/২০২০ইং বিকাল ৩ টায় পত্রিকার অফিস ঘেরাও করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
দুই সাংবাদিক উদ্বেগ প্রকাশ করেছেন, চাঁদাবাজ শফিকুর রহমান মীর পলাশ ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা লোকজনের সহযোগিতায় সাংবাদিকদের রাস্তাঘাটে, হাটেবাজারে বা যে কোনও জায়গায় মারপিটসহ বড় ধরনের ক্ষতি করা হতে পারে। তাই শঙ্কা থেকে তারা এই জিডি করছেন।
সাংবাদিক বাবুল খান বলেন, “মিরপুর প্রেস ক্লাবের নাম ভাঙ্গিয়ে আবাসিক হোটেলের টাকায় রাঙ্গামাটি সাজেক ভ্রমণ” এ বিষয়ে আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে শফিকুর রহমান মীর পলাশ আমাকে ম্যাসেঞ্জারের মাধ্যমে হুমকি প্রদান করে ও জাকিরের মোবাইল থেকে আমাকে ফোন দিয়ে হুমকি প্রদান করে আমি নিরাপত্তার স্বার্থে দারুসসালাম থানায় সাধারণ ডায়েরি করি।
সাংবাদিক বাহাউদ্দীন তালুকদার বলেন, ‘আমার অফিস ঘেরাও করে সবার সামনেই হুমকি দেওয়া হয়েছে এবং কটূক্তি করা হয়েছে। নিরাপত্তার জন্য আমি এই জিডি করেছি।
এ ব্যাপারে হুমকির অভিযোগ অস্বীকার করে শফিকুর রহমান মীর পলাশ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার করছে। তাদের আমি কোনও হুমকি দেইনি।