মুহাম্মদ আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম:
রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট লাদেন টিলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩ পরিবারের মাঝে পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু’র পক্ষ থেকে কম্বল ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু, পোমরা ইউনিয়ন আ’লীগের সা. সম্পাদক পদপ্রার্থী মাস্টার মুসলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আসিফুর করিম সাব্বু, গোচরা ব্যবসায়ী সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফুর রহমান, আব্দুল্লাহ আল জোবায়েদ বাপ্পু, পোমরা ইউনিয়ন আ’লীগ নেতা মুহাম্মদ হোসাইন, শামসু মিয়া প্রমুখ।
আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু বলেন, অগ্নিকান্ডের খবর শুনে আমি দুংখ পেয়েছি। তাৎক্ষণিক আমি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে কম্বল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমার সাধ্যমত সহযোগীতা করেছি এবং পরেও এ সহযোগীতা অব্যাহত থাকবে। আ’লীগ ও অঙ্গসংগঠন থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সহযোগীতা করা হবে বলে জানান তিনি।