মুহাম্মদ আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম:
রাঙ্গুনিয়া বেতাগীর চাঁন্দার বাড়িতে এম কে পাভেল তালুকদারের উদ্যেগে মা-বাবার ঈছালে সওয়াবের উদ্দেশ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ও ফাতেহা ইয়াজদাহুম উপজেলার বেতাগী ইউনিয়নের চাঁন্দার বাড়ির মরহুম ইউনুছ তালুকদার বাড়িতে আজ সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বেতাগী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা। প্রধান আলোচক ছিলেন তরুন উদীয়মান বক্তা কালুরঘাট তৈয়্যবীয়া দরসে নেজামী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ হাসান আল আযহারী ও প্রধান বক্তা ছিলেন মাছরাঙা ও বিজয় টিভির ইসলামী আলোচক মাওলানা আব্দুল মোস্তফা রহিম আল আযহারী।
উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আলী শাহ নেছারী। শেখ জাহেদ বাদল’র পরিচালনায় মাহফিলে ধর্মীয় আলোচনা করেন রাঙ্গুনিয়া মধ্যম দক্ষিন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি প্রবীণ আলেমেদ্বীন মাওলানা সৈয়দ মুহাম্মদ রুহুল আমিন, রাউজন পাঁচখাইন মহিউল উলুম সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আতাউল মোস্তফা রেজভী, নেছারিয়া তৈয়্যবিয়া অনার্স মাদ্রাসার প্রতিষ্টাতা মাওলানা নাছির উদ্দিন আল কাদেরী ও মাওলানা ইউসুফ নঈমী।
আরো উপস্থিত ছিলেন রাউজন হাঁছি ফকির সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম। রাঙ্গুনিয়া ইসলামী যুবসেনা সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম নঈমী প্রমুখ।