মুহাম্মদ আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রামঃ
ইসলামী মনিষী শাহ সূফি সৈয়দ আবুল বশর আল মাইজভান্ডারী এক বিস্ময়কর প্রতিভা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ আবুল বশর মাইজভান্ডারী ইসলামী গবেষণা, কর্ম, জীবন, সৃষ্টি নতুন প্রজন্মের মাঝে পৌছে দেওয়ার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শান্তিরহাট বি এম স্কোয়ার কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় মঈনীয়া যুব ফোরামের যুগ্ম সা. সম্পাদক আকবর হোসেন রুবেলের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন মুহাম্মদ মোজাহেরুল ইসলাম রফিক।
পোমরা মঈনীয়া যুব ফোরামের সা. সম্পাদক রেজাউল করিম ও ইকবাল হোসেন’র যৌথ পরিচালনায়
শীর্ষক সেমিনারে অংশ নেন
কুমিল্লা গীলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন মূফতি মাওলানা বাকি বিল্লাহ আল আযহারী, পোমরা মঈনীয়া ওলামা মাশায়েখ ফোরামের উপদেষ্টা মাওলানা মিনহাজুল ইসলাম মাইজভান্ডারী, মাওলানা আব্দুল রহিম মাইজভান্ডারী, চট্টগ্রাম উত্তর জেলার মঈনীয়া যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইউসুফ খাঁন, পোমরা ইউপি সদস্য আবু তাহের, মাওলানা মোসলেহ উদ্দিন জাবেদ, বখতেয়ার হোসেন, মোরশেদুল আলম, হারুনুর রশিদ, গিয়াস উদ্দিন মিন্টু প্রমুখ।