মোঃ জাহিদ হোসেন
লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার কাকিনা রেল স্টেশন এলাকার বানীনগর ও শান্তিগঞ্জে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়।
৪ ডিসেম্বর শুক্রবার সকালে ও দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশন এলাকার বানীনগর ও শান্তিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল আরহী উপজেলার দলগ্রাম ইউনিয়নের সাদেক আলীর ছেলে রাইসুল ইসলাম(২৫), তবে এক ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামি লোকাল ট্রেনটি সকালে কাকিনা স্টেশন অতিক্রম করে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক রেল ক্রসি অতিক্রম করার সময় পথচারী ট্রেনে কাটা পড়ে মারা যান। ওই ট্রেনটি লালমনিরহাট অভিমুখে ফেরার পথে একই এলাকার কাকিনা স্টেশন অতিক্রম করে বানীনগর শান্তিগঞ্জ বাজারের রেল ক্রসিং এ এক মোটরসাইকেল আরহীকে ধাক্কা দিলে ছিটকে ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে।
স্থানীয়দের দাবি , দীর্ঘ থেকে কাকিনা রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় এই রেল ক্রসিংটি। এর আগেও এখানে দূর্ঘটনা ঘটেছে। দ্রুত এখানে গেটম্যান রাখার দাবিও করেন তারা।
এবিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি লালমিনরহাট রেল থানা কে জানানো হয়েছে।