রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর শহরের ২টি ম্াদ্রাসার শতাধিক অসহায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র জ্যাকেট বিতরণ করেছেন শতধা সমবায় সমিতি লি: দিনাজপুর নেতৃবৃন্দ।
গতকাল বিকেলে ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসেবে দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি মাটির মসজিদ নুরজাহান এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে শতধা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে মাদ্রাসার অসহায় শতাধিক এতিম শিশু ও স্থানীয়দের মাঝে শীতবস্ত্র জ্যাকেট বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এরআগে সকালে বালুবাড়িস্থ শেখ জাহাঙ্গীর কবরস্থান ও এতিমখানার অসহায় এতিম শিশুদের মাঝেও শীত নিবারনের লক্ষে শীতবস্ত্র জ্যাকেট বিতরণ করেন তারা।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের দিনাজপুরের সদস্য রুবেল সিকদার সাংবাদিকদের জানান, ১৯৮৪-৮৬ সালের স্কুল ও কলেজের বন্ধু ও বান্ধবীদের নিয়ে করোনাকালিন সময়ে জুম মির্টিং এর মাধ্যমে শতধা সমবায় সমিতি নামের এই সংগঠনটি সৃষ্টি হয়েছে ।
এই সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে, নিজেদের প্রয়োজন মিটিয়ে কিছু অর্থ সমাজের ছিন্নমুল এতিম ও দুস্থ পরিবারকে সাবলম্বি করার কাজে ব্যয় করা। যেমন সেলাই মেশিন,অটো ভ্যান,ঘর তৈরী ও শীতবস্ত্র বিতরণ করা। এছাড়াও আগামীতে মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্যে বৃত্তি প্রদান করাও আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। তিনি জানান, আমরা সকল বন্ধু-বান্ধবীরা এই শতধা প্লাটফরমে থেকেই নিজেদের এবং ছিন্নমুল অসহায় দরিদ্র মানুষের সমস্ত সমস্যার সমাধানে একসাথে কাজ করতে চাই।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাউলিয়াপট্টি মাটির মসজিদ নুরজাহান এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী শফিউল আলম, সংগঠনের যুগ্ম সা: সম্পাদক মো: রফিক, কোষাধ্যক্ষ মীর আজাদ,সদস্য রুবেল সিকদার,মো: কামরুজ্জামান সুবহানী,মাহফুজুর রহমান ও সৈয়দ জামান প্রমুখ।