শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর একনিষ্ঠ ভক্ত আলহাজ্ব এজাহার খাঁন বাঙালী ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় চমক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫বছর।তিনি স্ত্রী,২মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান,ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরে বিভিন্ন শাখার নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ।একই দিন বাদে আছর চিকদাইর ফকির মোহাম্মদ জামে মসজিদের সংলগ্ন ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আজহারী। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।