শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে আওয়ামী লীগের
ত্রি-বার্ষিক সম্মেলনে স্বাস্থ্যবিধি না মানার ও লোকবল দেখানোর জন্য
শিশু-কিশোরদের ব্যবহার করার অভিযোগ উঠেছে।
গত সোমাবার সকাল ১০ টা থেকে সারাদিন ব্যাপি শ্যামসিদ্ধি খেলার
মাঠে প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাসের সংক্রমণরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নো মাস্ক,
নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়নের নির্দেশ দিলেও এ ত্রি-
বার্ষিক সম্মেলনে তা অমান্য করা হয়।
সরজমিনে দেখাযায় , সম্মেলনে শেষ সময় পর্যন্ত অধিকাংশ নেতা
কর্মী মাস্ক ব্যবহার না করে সেখানে অবস্থান করেন।
আরও দেখাযায়, লোক বল দেখানোর জন্য শত শত শিশু-কিশোরদের মাস্ক
বিহিন সম্মেলনে উপস্থিত করানো হয়েছে।
এক কিশোরের কাছে প্রশ্ন করা হয় তুমি এখানে কেন এসেছো?
কিশোর জানায়,আমাকে এলাকার বড় ভাই নিয়ে এসেছে। কেন নিয়ে
এসেছে জানতে চাইলে, সে বলে আমি জানিনা। আমাদের দুপুরে
বিরানি খেতে দিবে বলেছে। সেই জন্য আমরা ৫ জন বন্ধু মিলে
এসেছি।
এব্যাপারে ইউনিয়নের সভাপতি ইব্রাহীম মীয়ার কাছে জানতে চাইলে
তিনি বলেন, আমি এই বিষয়ে কিছুই জানিনা। আমিদের উপজেলার
আওয়ামী লীগের সেক্রেটারি তোফাজ্জল সাহেব সেম্মেলনের আয়োজন
করেছেন। এ বিষয়ে তিনি বলতে পারবেন।